অষ্পষ্টতা
দীর্ঘ রজনীর অশ্রু শোকে,
জ্বলে উঠেছে রূপসীর চোখে,
সেথায় দেখি বিষাদভার,
অশ্রু শিখা জ্বলে ওঠে বারবার।
কোথায়? কিভাবে? খুঁজি তারে,
তার প্রাণচঞ্চল দিনটারে,
সবখানে দেখি বিভার মত ব্যথা,
জীবনটা তার অদ্ভুত অস্পষ্টতা।
জ্বলে উঠেছে রূপসীর চোখে,
সেথায় দেখি বিষাদভার,
অশ্রু শিখা জ্বলে ওঠে বারবার।
কোথায়? কিভাবে? খুঁজি তারে,
তার প্রাণচঞ্চল দিনটারে,
সবখানে দেখি বিভার মত ব্যথা,
জীবনটা তার অদ্ভুত অস্পষ্টতা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাঁঝের তারা ২২/০৪/২০১৮খুব সুন্দর
-
আবু সাইদ লিপু ২২/০৪/২০১৮বিভার মত ব্যথা। ভাল লাগল
-
সাইয়িদ রফিকুল হক ২১/০৪/২০১৮ভালো।
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ২১/০৪/২০১৮অনন্য
-
মোঃ ফাহাদ আলী ২১/০৪/২০১৮আবেগ নিয়ে সুন্দর লেখা।