চিঠি
তোমাকে দেব বলেই রাত জেগে চিঠি লিখেছি,
চিঠির শুরুতেও লিখেছি প্রিয়তমা,
চিঠিতে লিখেছি আমার অতৃপ্ত ভালবাসার কথা।
অথচ চিঠিটা পাঠাবো বলে ডাকঘরে যখন পৌঁছিয়েছি,
দেখি যে চিঠির যুগ শেষ।
তুমি এখন ফেসবুক,টুইটারে বিচরণ করো,
ফেসবুকে রিকুয়েস্ট পাঠিয়ে আজ খেয়াল করলাম-
আমি তোমার ফলোয়ার।
চিঠিটা এই মাত্র ফেলে দিলাম,
ফেলে দিলাম আমার অনুভূতিগুলোকে,
চিঠিটা যেখানে পড়ে আছে,সেখানটায়
বসে আছে একটা দাড়কাক।
চিঠি//কামরুজ্জামান সাদ
চিঠির শুরুতেও লিখেছি প্রিয়তমা,
চিঠিতে লিখেছি আমার অতৃপ্ত ভালবাসার কথা।
অথচ চিঠিটা পাঠাবো বলে ডাকঘরে যখন পৌঁছিয়েছি,
দেখি যে চিঠির যুগ শেষ।
তুমি এখন ফেসবুক,টুইটারে বিচরণ করো,
ফেসবুকে রিকুয়েস্ট পাঠিয়ে আজ খেয়াল করলাম-
আমি তোমার ফলোয়ার।
চিঠিটা এই মাত্র ফেলে দিলাম,
ফেলে দিলাম আমার অনুভূতিগুলোকে,
চিঠিটা যেখানে পড়ে আছে,সেখানটায়
বসে আছে একটা দাড়কাক।
চিঠি//কামরুজ্জামান সাদ
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ ফাহাদ আলী ২০/০৪/২০১৮সুন্দর লেখনি দিনে দিনে আরও কাব্যিক হওয়া চাই প্রিয় কবি।
-
অনিরুদ্ধ বুলবুল ১৯/০৪/২০১৮আবেশিত কথামালার অনন্য কথন।
সময়ের বাস্তবতা ও তার অনুভূতিটা বেশ গুছিয়ে প্রকাশ করেছেন। ভাল লাগল বেশ।
অভিনন্দন রইল কবিকে। -
মোঃ নূর ইমাম শেখ বাবু ১৮/০৪/২০১৮অকল্পনীয় সুন্দর হয়েছে।
-
সুবীর পাণ্ডে ১৮/০৪/২০১৮সুন্দর লিখেছেন! পুরাতনকে ত্যাগ করে আমরা যতই নতুনত্বের পথে হাটছি ততই ঐতিহ্য আমাদের থেকে দুরে সরে যাচ্ছে। ধন্যবাদ!
-
পি পি আলী আকবর ১৮/০৪/২০১৮ভালোই হয়েছে
-
পবিত্র চক্রবর্তী ১৮/০৪/২০১৮ভালো লাগলো