আবার কখনো যদি কথা হয়
আবার কখনো যদি কথা হয়,
বছর খানেক পরে,
বা তার চেয়ে বেশি সময়,
বোশেখের শুরুতেই যদি দেখা হয়ে যায়-
কোন এক উদ্যানে,
রৌদ্রের গন্ধ মুছে গিয়ে,
সুক্ষ্ম নীরবতা যদি ছেয়ে যায়,
তবুও কিছু কথা বলো আমার সাথে।
দিগন্তের কোল ঘেঁষে,
শান্ত নদীটির পাশে ভিজে দুপুরে,
বেদনাময় রেখাটি মুছে ফেলে,
কিছু সময় আমাকে দিও।
আবার কখনো যদি কথা হয়,
বছর খানেক পরে।
বা তার চেয়ে বেশি সময় অতিবাহিত হলেও।
অতৃপ্তকে একটু তৃপ্তি এনে দিও।
বছর খানেক পরে,
বা তার চেয়ে বেশি সময়,
বোশেখের শুরুতেই যদি দেখা হয়ে যায়-
কোন এক উদ্যানে,
রৌদ্রের গন্ধ মুছে গিয়ে,
সুক্ষ্ম নীরবতা যদি ছেয়ে যায়,
তবুও কিছু কথা বলো আমার সাথে।
দিগন্তের কোল ঘেঁষে,
শান্ত নদীটির পাশে ভিজে দুপুরে,
বেদনাময় রেখাটি মুছে ফেলে,
কিছু সময় আমাকে দিও।
আবার কখনো যদি কথা হয়,
বছর খানেক পরে।
বা তার চেয়ে বেশি সময় অতিবাহিত হলেও।
অতৃপ্তকে একটু তৃপ্তি এনে দিও।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ ফাহাদ আলী ১৭/০৪/২০১৮আবার কখনো যদি কথা হয়, আবেগের লীলা খেলা। অসাধারন।
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ১৬/০৪/২০১৮অসাধারণ লাগল।
-
সাঁঝের তারা ১৬/০৪/২০১৮শেষ লাইনটা খুব সুন্দর! শুভ নববর্ষ ...