স্বচ্ছ প্রেম
সরকারি অর্থায়নে একটা প্রেম করার ইচ্ছে আগে থেকেই ছিল,
বেসরকারি পৃষ্ঠপোষকতায় কোন কিছুই ভাল লাগে না,
প্রেমের মজাটাই মরে যায়।
প্রেমটা বুঝি এবার হয়েই যাবে!
শ'দেড়েক টেন্ডার জমা পড়েছে,
দুইটা রাজনৈতিক নেতা দর কষাকষি করছে,
ইনাদের আছে ঠিকাদারি প্রতিষ্ঠান।
কোনদিকেই নজর দিচ্ছি না,
বেসরকারি জিনিস টিকে বেশিদিন
দরকার কম সময়ের প্রেম।
কিছু চাঁদাবাজি না থাকলে টেন্ডারের মানে কি!
কোটি টাকার বাজেট ...
প্রেমিক প্রেমিকার বস্ত্র ছোট হলেও খুব একটা সমস্যা নেই,
সৌন্দর্য বাড়বে।
বস্ত্র ছোট করার দায়িত্ব ঠিকাদারের,
ওসব আমি না ভাবলেও চলবে।
সরকারি অর্থায়নে প্রেমটা হয়ে যাক,
সুইস ব্যাংকে প্রেমের একটা অংশ রেখে আসব।
কাজে একটু দেরি হতেই হবে,
বাজেট কিছু বাড়বে...
ওসব আমার প্রেমের স্বার্থেই।
গাফিলতি কিছুটা হলেও সমস্যা নেই,
আমার দরকার ঝকঝকে প্রেম,
দুদিন পরে ভেঙে গেলে যাক না।
আমার দরকার সরকারি অর্থায়নের প্রেম,স্বচ্ছ প্রেম।
বেসরকারি পৃষ্ঠপোষকতায় কোন কিছুই ভাল লাগে না,
প্রেমের মজাটাই মরে যায়।
প্রেমটা বুঝি এবার হয়েই যাবে!
শ'দেড়েক টেন্ডার জমা পড়েছে,
দুইটা রাজনৈতিক নেতা দর কষাকষি করছে,
ইনাদের আছে ঠিকাদারি প্রতিষ্ঠান।
কোনদিকেই নজর দিচ্ছি না,
বেসরকারি জিনিস টিকে বেশিদিন
দরকার কম সময়ের প্রেম।
কিছু চাঁদাবাজি না থাকলে টেন্ডারের মানে কি!
কোটি টাকার বাজেট ...
প্রেমিক প্রেমিকার বস্ত্র ছোট হলেও খুব একটা সমস্যা নেই,
সৌন্দর্য বাড়বে।
বস্ত্র ছোট করার দায়িত্ব ঠিকাদারের,
ওসব আমি না ভাবলেও চলবে।
সরকারি অর্থায়নে প্রেমটা হয়ে যাক,
সুইস ব্যাংকে প্রেমের একটা অংশ রেখে আসব।
কাজে একটু দেরি হতেই হবে,
বাজেট কিছু বাড়বে...
ওসব আমার প্রেমের স্বার্থেই।
গাফিলতি কিছুটা হলেও সমস্যা নেই,
আমার দরকার ঝকঝকে প্রেম,
দুদিন পরে ভেঙে গেলে যাক না।
আমার দরকার সরকারি অর্থায়নের প্রেম,স্বচ্ছ প্রেম।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মানিক হোসেন ১০/০৪/২০১৮ঝকঝকে প্রেম!দারুন হয়েছে।শুভেচ্ছা রইলো।
-
সায়ন্ত গোস্বামী ০৭/০৪/২০১৮Notun sader kobita...Besh vlo..
-
মাহামুদুল হাসান ০৬/০৪/২০১৮Ki odvut premer basona. Dhono kobi
-
সাইয়িদ রফিকুল হক ০৬/০৪/২০১৮প্রেম স্বচ্ছ হোক।
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ০৬/০৪/২০১৮অসাধারণ, তুলনাহীন, বাস্তবতার প্রতিচ্ছবি। সুখে থাকবেন সবসময়।
-
শাহারিয়ার ইমন ০৬/০৪/২০১৮অন্যরকম