রাতজীবীর পাপ
এই পৃথিবীর রাত্রিতে নক্ষত্রের বিচরণে
আমার বিচরণ নগণ্য
পরিচ্ছন্ন অন্ধকারের কারণে
আমাকে লাগে অপ্রকৃতিস্থ,বন্য।
কালোর রাজ্যে ভয়ঙ্কর আমি,
রাত হলেই খুনে নামি।
রাতগুলো বড্ড খারাপ,
আমার মত রাতজীবীরা করে পাপ।
যে যা কিছুই আনে,
সবকিছুই মৃত্যুকে মানে,মহাপ্রস্থান জানে।
[কোন এক রাতজীবীর স্বীকরোক্তি]
আমার বিচরণ নগণ্য
পরিচ্ছন্ন অন্ধকারের কারণে
আমাকে লাগে অপ্রকৃতিস্থ,বন্য।
কালোর রাজ্যে ভয়ঙ্কর আমি,
রাত হলেই খুনে নামি।
রাতগুলো বড্ড খারাপ,
আমার মত রাতজীবীরা করে পাপ।
যে যা কিছুই আনে,
সবকিছুই মৃত্যুকে মানে,মহাপ্রস্থান জানে।
[কোন এক রাতজীবীর স্বীকরোক্তি]
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাঁঝের তারা ০৬/০৪/২০১৮অপূর্ব ...
-
শ.ম. শহীদ ০৫/০৪/২০১৮অনন্য।
শুভেচ্ছা জানাই কবিকে -
মোঃ ফাহাদ আলী ০৫/০৪/২০১৮সুন্দর কথার ফুলঝরি।