দিনরাতের অপেক্ষা
শহরের বিরুদ্ধে আর কোন অভিযোগ নেই,
পড়ন্ত বিকেলের বিরুদ্ধে অভিযোগ নেই,
নেই বসন্তের বিরুদ্ধে কোন অভিযোগ,
চায়ের কাপের বিরুদ্ধেও অভিযোগ করা বাদ দিয়েছি।
সবকিছু গত হয়েছে,গতি হয়েছে।
বারান্দায় রোদ ঝলমলে,
বদ্ধ ঘরের মাপা আলো,
হোক সেটা সকাল,বিকাল কিংবা সন্ধ্যে
কিছুর বিরুদ্ধেই অভিযোগ করিনা,করব না।
দুই তলার ব্যালকনিতেই দাড়িয়ে থাকি সারাক্ষণ,
বাড়তে থাকে প্রতীক্ষা,অপেক্ষার প্রহর,
তোমার সাথে সংসার পাতবার জন্য।
তুমি এলেই অভিযোগ গুলো করব বলে জমা রেখেছি,
আমার আর কাজ কী, দিনরাতের অপেক্ষা ছাড়া?
পড়ন্ত বিকেলের বিরুদ্ধে অভিযোগ নেই,
নেই বসন্তের বিরুদ্ধে কোন অভিযোগ,
চায়ের কাপের বিরুদ্ধেও অভিযোগ করা বাদ দিয়েছি।
সবকিছু গত হয়েছে,গতি হয়েছে।
বারান্দায় রোদ ঝলমলে,
বদ্ধ ঘরের মাপা আলো,
হোক সেটা সকাল,বিকাল কিংবা সন্ধ্যে
কিছুর বিরুদ্ধেই অভিযোগ করিনা,করব না।
দুই তলার ব্যালকনিতেই দাড়িয়ে থাকি সারাক্ষণ,
বাড়তে থাকে প্রতীক্ষা,অপেক্ষার প্রহর,
তোমার সাথে সংসার পাতবার জন্য।
তুমি এলেই অভিযোগ গুলো করব বলে জমা রেখেছি,
আমার আর কাজ কী, দিনরাতের অপেক্ষা ছাড়া?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মাহামুদুল হাসান ৩১/০৩/২০১৮এ কবিতা পড়ার পর আমি আর কিছুতেই আহত হবোনা। খুবই ভাল লিখেছেন কবি বন্ধু আমার।
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ৩০/০৩/২০১৮বেশ লাগলো।
-
মীর মুহাম্মাদ আলী ৩০/০৩/২০১৮সুন্দর লাগলো।