হৃষ্ট কবি
এই আকাশ ভাল লাগে-বসন্তের তীব্র রোদের ঝলকানি,
দ্যাখে গোপন প্রেমের আবেশে জড়িয়ে যাই,
ক্লান্ত মৃদু দেহে হঠাৎ স্নিগ্ধ কোন রেখা টানি,
চোখের পাতায় শান্ত রোদ ধরা দেবে তাই।
রূঢ় কিছু কথা লুকিয়ে থাকে রোদের ভিতরে,
ক্লান্ত বেদনা ফিকে করে দেয় আমার আশায়,
ফিরে ফেতে ইচ্ছে করে সেই যে আপন ঘরে,
যেখানে ভালবাসা আছে,আনন্দ আমাকে ভাসায়।
বসন্তের শেষবেলায় আঁকতে চাই সুন্দরতম ছবি,
শাদা কবুতরের ন্যায় হৃষ্ট কোন কবি।
দ্যাখে গোপন প্রেমের আবেশে জড়িয়ে যাই,
ক্লান্ত মৃদু দেহে হঠাৎ স্নিগ্ধ কোন রেখা টানি,
চোখের পাতায় শান্ত রোদ ধরা দেবে তাই।
রূঢ় কিছু কথা লুকিয়ে থাকে রোদের ভিতরে,
ক্লান্ত বেদনা ফিকে করে দেয় আমার আশায়,
ফিরে ফেতে ইচ্ছে করে সেই যে আপন ঘরে,
যেখানে ভালবাসা আছে,আনন্দ আমাকে ভাসায়।
বসন্তের শেষবেলায় আঁকতে চাই সুন্দরতম ছবি,
শাদা কবুতরের ন্যায় হৃষ্ট কোন কবি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাঁঝের তারা ২৫/০৩/২০১৮অপূর্ব ...ছবিটা সুন্দরই হবে...
-
আবু সাইদ লিপু ২৪/০৩/২০১৮ছবিটা আঁকা হলে দেখব।
-
সাইয়িদ রফিকুল হক ২৩/০৩/২০১৮ভালো।
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ২৩/০৩/২০১৮সুন্দর