ঝাপসা গল্প
আমাদের গল্পের মাঝে চলে যায়
দুটি শাদা রাজহাঁস
আর একটি গাঙচিল,
তারপর বৃহৎ ম্যানগ্রোভকে মনে হয়
অরণ্যহীন মরুভূমি
মরুঝড়ে ঝাপসা হয় গল্পটা।
ভেবে থাকি আবার স্পষ্ট হবে সব
খুঁজে পাই বিশ্বাস
এভাবেই কেটে যায় বারো মাস।
দুটি শাদা রাজহাঁস
আর একটি গাঙচিল,
তারপর বৃহৎ ম্যানগ্রোভকে মনে হয়
অরণ্যহীন মরুভূমি
মরুঝড়ে ঝাপসা হয় গল্পটা।
ভেবে থাকি আবার স্পষ্ট হবে সব
খুঁজে পাই বিশ্বাস
এভাবেই কেটে যায় বারো মাস।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
পলাশ ১৯/০৩/২০১৮অপূর্ব লাগলো। অল্প কথায় যেন একটা জোবঙ্কে বলে ফেলা !
-
মোঃ আবদুল্লাহ আল মামুন ১৯/০৩/২০১৮😊
আরেকটু ভালো হোক। সামান্য চেষ্টায় চমকপ্রদ হবে -
কাজী জহির উদ্দিন তিতাস ১৯/০৩/২০১৮খুব সুন্দর কবিতা, ভাল লাগলো।
-
মাহামুদুল হাসান ১৯/০৩/২০১৮ভাল