নিঃশব্দ রাত
নিঃশব্দ রাতেরও আছে প্রাণ,
প্রেমিক অপ্রেমিক সবাই জানে,
নব চাঁদ করে বিস্ময় দান,
নিস্তব্ধতা বলে যায় কানে কানে।
চিরকাল থেকে আমি এগুলো স্মরি,
বুঝি রাতের অভিপ্রায়,
এসময়ে নাকি আসে জিন পরি,
তারাও নাকি প্রেম চায়।
প্রেমিক অপ্রেমিক সবাই জানে,
নব চাঁদ করে বিস্ময় দান,
নিস্তব্ধতা বলে যায় কানে কানে।
চিরকাল থেকে আমি এগুলো স্মরি,
বুঝি রাতের অভিপ্রায়,
এসময়ে নাকি আসে জিন পরি,
তারাও নাকি প্রেম চায়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাঁঝের তারা ১৪/০৩/২০১৮অপূর্ব -- জিন পরীদেরও হৃদয় আছে ...
-
সাইয়িদ রফিকুল হক ১৩/০৩/২০১৮বেশ!
-
আনাস খান ১৩/০৩/২০১৮ভাল লেগেছে