প্রথম বেলার হাসিটা
প্রিয়তমার সাথে দু'কদম হেঁটে যাওয়া,
তারপর,
ফাগুনের ঝরাপাতাগুলোর ওপর দিয়ে হেঁটে যাওয়া,
হাতখানা ধরে গাছগুলোর পানে তাকিয়ে
হঠাৎ বলা-
দেখেছো , নতুন পাতাগুলো কত নির্মল,
কত সবুজ
ঠিক তোমার মতই।
তারপর, মৃদু মৃদু হাসি।
সেই যে প্রথম বেলার হাসিটা।
তারপর,
ফাগুনের ঝরাপাতাগুলোর ওপর দিয়ে হেঁটে যাওয়া,
হাতখানা ধরে গাছগুলোর পানে তাকিয়ে
হঠাৎ বলা-
দেখেছো , নতুন পাতাগুলো কত নির্মল,
কত সবুজ
ঠিক তোমার মতই।
তারপর, মৃদু মৃদু হাসি।
সেই যে প্রথম বেলার হাসিটা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ১১/০৩/২০১৮অসাধারন
-
রেজাউল রেজা (নীরব কবি) ১০/০৩/২০১৮দারুণ!
-
জসিম মাহমুদ ১০/০৩/২০১৮সুন্দর
-
সৌমেন সেন ১০/০৩/২০১৮ভালো লাগল
-
আরিফ নীরদ ১০/০৩/২০১৮অসাধারন।প্রথম বেলার হাসি,ভুলতে পারা দায়।
-
সুজয় সরকার ১০/০৩/২০১৮প্রিয়তমা সঙ্গে থাকলে সবকিছুই কেমন যেন অন্যরকম লাগে।
-
আনাস খান ১০/০৩/২০১৮nice poem