আরোও একটি জয় বাংলার দোহাই
জয় বাংলা বলে যারা অদিতিদের উপরে হামলে পড়ে তারা আর যাই হোক বাঙালি নয়।শুকর প্রজাতির কিছু একটা হবে হয়ত।এরা নিজেদেরকে চেতনাজীবী মনে করে।অথচ এদেরকে আমরা গালি দেই শালা শুয়োর!
একটা মেয়ের অসহায়ত্বকে যারা পুঁজি করে তাদের একাংশ আজকে ৭ই মার্চের সমাবেশে গিয়েছিল।এই একাংশের ক্ষুদ্র একটা ভাগ অদিতি বৈরাগীকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে।এই দায় সমাবেশে যাওয়া একাংশের নয় বরং সকলের।প্রধানমন্ত্রী নিজেও এর দায় থেকে মুক্ত নয়।একাত্তর অবিনাশী সত্ত্বারা এভাবে হারিয়ে গেলে তথাকথিত সোনার ছেলেদের দিয়ে আমরা কি করব? জয় বাংলা বলে আর কত অপরাধ চাপা পড়বে?আমরা কি সত্যিই অসহায়!
একটা মেয়ের অসহায়ত্বকে যারা পুঁজি করে তাদের একাংশ আজকে ৭ই মার্চের সমাবেশে গিয়েছিল।এই একাংশের ক্ষুদ্র একটা ভাগ অদিতি বৈরাগীকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে।এই দায় সমাবেশে যাওয়া একাংশের নয় বরং সকলের।প্রধানমন্ত্রী নিজেও এর দায় থেকে মুক্ত নয়।একাত্তর অবিনাশী সত্ত্বারা এভাবে হারিয়ে গেলে তথাকথিত সোনার ছেলেদের দিয়ে আমরা কি করব? জয় বাংলা বলে আর কত অপরাধ চাপা পড়বে?আমরা কি সত্যিই অসহায়!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রেজাউল রেজা (নীরব কবি) ০৭/০৩/২০১৮Kotha thik