ফাগুনের সকাল
সকালের মাঠে রোদ উঁকি দিল ওই,
আমিও হয়েছি সকাল তবে ফাগুন নই,
কমলা রঙের ফাগুন রোদে এই দেয়ালে,
কাকের ছায়া পড়েছে কোন খেয়ালে?
পাখিগুলো সব নীড় ছেড়েছে,
ম্লান মুখের ভীড় বেড়েছে,
কাজগুলো দেখি আমি, এইখানেতেই থাকি,
রোদের তেজে দেয়ালের পাশে ঘুমিয়ে একাকী।
আমিও হয়েছি সকাল তবে ফাগুন নই,
কমলা রঙের ফাগুন রোদে এই দেয়ালে,
কাকের ছায়া পড়েছে কোন খেয়ালে?
পাখিগুলো সব নীড় ছেড়েছে,
ম্লান মুখের ভীড় বেড়েছে,
কাজগুলো দেখি আমি, এইখানেতেই থাকি,
রোদের তেজে দেয়ালের পাশে ঘুমিয়ে একাকী।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আবদুল্লাহ আল রাফি ২৫/০২/২০১৮ভালো
-
সাইয়িদ রফিকুল হক ২৪/০২/২০১৮বেশ।
-
মোঃআরাফাত হোসাইন ২৪/০২/২০১৮wow
-
মল্লিকা রায় ২৪/০২/২০১৮বাহ্ খুব ভালো লাগল । অসংখ্য অভিবাদন।
-
অয়ন ২৪/০২/২০১৮চমৎকার লেখা।
-
মধু মঙ্গল সিনহা ২৪/০২/২০১৮খুবই ভালো লাগল
-
মোঃআব্দুল্লাহ্ আল মামুন ২৪/০২/২০১৮সুন্দর লিখছেন
-
মোঃআব্দুল্লাহ্ আল মামুন ২৪/০২/২০১৮ভালো