শত্রু সবে শুদ্ধ হবে
দুরাশার এই দুয়ার ভেঙে
উঠল আমার অস্ত্র ক্ষেপে,
হুঙ্কারেতে চলবে নারে
উঠতে হবে আবার ফেঁপে।
বিনাশ এবার করতেই হবে
ঢেউয়ের মত ফেঁপে উঠে,
নিস্তব্ধতা ভেঙে এবার
পুরতে হবে আপন মুঠে।
অন্ধকারে দাড়িয়ে নয়
সবখানেতে আলো রবে,
যাত্রা আমার শুরু হল
শত্রু সবে শুদ্ধ হবে।
উঠল আমার অস্ত্র ক্ষেপে,
হুঙ্কারেতে চলবে নারে
উঠতে হবে আবার ফেঁপে।
বিনাশ এবার করতেই হবে
ঢেউয়ের মত ফেঁপে উঠে,
নিস্তব্ধতা ভেঙে এবার
পুরতে হবে আপন মুঠে।
অন্ধকারে দাড়িয়ে নয়
সবখানেতে আলো রবে,
যাত্রা আমার শুরু হল
শত্রু সবে শুদ্ধ হবে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মল্লিকা রায় ২৪/০২/২০১৮হয়তো !! খুব ভালো থাকুন প্রিয় কবি ।
-
জাহেদ মোহাম্মদ ২৪/০২/২০১৮খুবই ভালো লাগল
-
মধু মঙ্গল সিনহা ২৪/০২/২০১৮সুন্দর হয়েছে , ভালো লাগল।
-
নুরনবী সরকার ২৩/০২/২০১৮খুবই ভালো লাগল
-
এম ডি সবুজ ২৩/০২/২০১৮পাঠে মুগ্ধ । শুভেচ্ছা রইল ।
-
মোঃআরাফাত হোসাইন ২৩/০২/২০১৮wow
-
মোঃআব্দুল্লাহ্ আল মামুন ২৩/০২/২০১৮ভালো।