থমথমে দুপুর
থমথমে দুপুর ক্ষুধাতুর কিছু বুলেট
বিজলির মতো আসছে ছুটে,
ছাত্র যুবকের তরঙ্গের ভীড়ে
ঝাঁঝরা হল বুক ঝলসালো স্বপ্ন মুঠে।
মাঝপথে স্তব্ধ হল সব
আঘাতে শরীর গিয়েছে ছিড়ে,
রাষ্ট্রভাষা বাংলা চাই - স্লোগান
মিশেছে ভূতুড়ে দুপুরে ভীড়ে।
রফিকের শার্ট ভিজেছে তাতে
অ আ ক খ লেখা আছে,
রক্তগুলো অবশেষে ছড়িয়ে গেছে
সদ্য পাতা ঝরা গাছে।
লাল বাতাসের ফুলকি গুলো
ফুটছে যেন ভাষার সাথে,
বরকত জব্বার প্রাণ দিয়েছে
ঢাল বানিয়ে নগ্ন হাতে।
ভাষার জন্য প্রাণ দিল
নিজের কথা ভুলে,
রক্ত দিয়ে সিন্ধু হল
বর্ণমালা উঠল ফুলে দুলে।
বিজলির মতো আসছে ছুটে,
ছাত্র যুবকের তরঙ্গের ভীড়ে
ঝাঁঝরা হল বুক ঝলসালো স্বপ্ন মুঠে।
মাঝপথে স্তব্ধ হল সব
আঘাতে শরীর গিয়েছে ছিড়ে,
রাষ্ট্রভাষা বাংলা চাই - স্লোগান
মিশেছে ভূতুড়ে দুপুরে ভীড়ে।
রফিকের শার্ট ভিজেছে তাতে
অ আ ক খ লেখা আছে,
রক্তগুলো অবশেষে ছড়িয়ে গেছে
সদ্য পাতা ঝরা গাছে।
লাল বাতাসের ফুলকি গুলো
ফুটছে যেন ভাষার সাথে,
বরকত জব্বার প্রাণ দিয়েছে
ঢাল বানিয়ে নগ্ন হাতে।
ভাষার জন্য প্রাণ দিল
নিজের কথা ভুলে,
রক্ত দিয়ে সিন্ধু হল
বর্ণমালা উঠল ফুলে দুলে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ২২/০২/২০১৮সুন্দর।
-
মোঃ ফাহাদ আলী ২২/০২/২০১৮ঐক্যের মিছিল। শুভকামনা রইল।
-
জয় ২২/০২/২০১৮বেশ ।
-
রেজাউল রেজা (নীরব কবি) ২২/০২/২০১৮সুন্দর লেখা!