একুশের প্রভাতফেরি
আমাদের রাত্রি পেরিয়ে গেলে
একুশের প্রভাতফেরি,
খালি পায়ে সবে ছুটে চলে
শ্রদ্ধা জানাতে তোমারি।
তোমার নাম শফিক,তুমিই
জব্বার,বরকত,
শহীদ মিনারে পুষ্পার্ঘের চুমি
ঢেকে দিয়েছি রক্তের ক্ষত।
বাঙলা ভাষাতে খুঁজেছি নীড়
দেখেছি চোখ মেলে,
দেখেছি লাল স্নিগ্ধ গোধুলির,
বাঙলা যেন কত কথা বলে।
শুনতে পাই শত শত ধ্বনি
বাঙলা আমার মায়ের ভাষা,
এই ভাষাতে রত্ন খনি
মিটে মনে আশা।
একুশের প্রভাতফেরি,
খালি পায়ে সবে ছুটে চলে
শ্রদ্ধা জানাতে তোমারি।
তোমার নাম শফিক,তুমিই
জব্বার,বরকত,
শহীদ মিনারে পুষ্পার্ঘের চুমি
ঢেকে দিয়েছি রক্তের ক্ষত।
বাঙলা ভাষাতে খুঁজেছি নীড়
দেখেছি চোখ মেলে,
দেখেছি লাল স্নিগ্ধ গোধুলির,
বাঙলা যেন কত কথা বলে।
শুনতে পাই শত শত ধ্বনি
বাঙলা আমার মায়ের ভাষা,
এই ভাষাতে রত্ন খনি
মিটে মনে আশা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
জয় ২২/০২/২০১৮ভালো ।
-
মোঃ ফাহাদ আলী ২১/০২/২০১৮অফুরান দেশ প্রম বয়ে চলুক হৃদয় থেকে হৃদয়ে।
-
এম ডি সবুজ ২১/০২/২০১৮দেশ প্রেমর প্রকাশ অসাধারণ ।