তীব্র কালো
এবারের ফাগুনে তুমি হয়েছ সুখি খুব,
গাইতে পারো গান অথবা একটু নাচো,
গুনদা বলেছে,বাঁচার আনন্দে বাঁচো।
তারাদের মাঝে দিতে পারো ডুব।
নতুন প্রেমিকের হাতটা ভরেছ মুঠে,
পলাশে তোমার সারা দেহ যে ঢাকা,
এদেহ আমার নেই ঘুরেছে যে চাকা,
এতদিনের চাষাবাদ সব গিয়েছে উঠে।
কেমন আছ তুমি?নিশ্চয়ই আছ ভাল,
তুমিহীনা জীবনটা আমার কালো,তীব্র কালো।
গাইতে পারো গান অথবা একটু নাচো,
গুনদা বলেছে,বাঁচার আনন্দে বাঁচো।
তারাদের মাঝে দিতে পারো ডুব।
নতুন প্রেমিকের হাতটা ভরেছ মুঠে,
পলাশে তোমার সারা দেহ যে ঢাকা,
এদেহ আমার নেই ঘুরেছে যে চাকা,
এতদিনের চাষাবাদ সব গিয়েছে উঠে।
কেমন আছ তুমি?নিশ্চয়ই আছ ভাল,
তুমিহীনা জীবনটা আমার কালো,তীব্র কালো।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ৩১/০৩/২০১৮ভালই
-
সাইয়িদ রফিকুল হক ২০/০২/২০১৮ভালো লাগলো।
-
সুজয় সরকার ২০/০২/২০১৮"এই ফাগুনের বুকের ভেতর আগুন আছে"।
-
ইবনে মিজান ২০/০২/২০১৮খুব সুন্দর
-
মধু মঙ্গল সিনহা ২০/০২/২০১৮ফাল্গুনী প্রেমিক,ধন্যবাদ প্রিয় কবি...