যে প্রেমিক নীল কষ্টের বিষে
যে প্রেমিক নীল কষ্টের বিষে,
চমকে ওঠে পাখিদের শিসে,
এই বুঝি কষ্ট নেমে এল!
দুর্দশায় সমস্ত রাত ভ'রে,
বকে যায় প্রলাপের ঘোরে,
পুরনো আঘাতে হয় এলোমেলো।
ক্লান্তিতে কাটে তার সময়,
ব্যর্থ নিবিড়তা খুজে লয়,
উড়ন্ত পাখির মতো খোঁজে নীড়।
বিষাদের ডানা মেলে,
অবহেলার আলো জ্বেলে,
হৃদয়ের ব্যথাতে হয় অধীর।
চমকে ওঠে পাখিদের শিসে,
এই বুঝি কষ্ট নেমে এল!
দুর্দশায় সমস্ত রাত ভ'রে,
বকে যায় প্রলাপের ঘোরে,
পুরনো আঘাতে হয় এলোমেলো।
ক্লান্তিতে কাটে তার সময়,
ব্যর্থ নিবিড়তা খুজে লয়,
উড়ন্ত পাখির মতো খোঁজে নীড়।
বিষাদের ডানা মেলে,
অবহেলার আলো জ্বেলে,
হৃদয়ের ব্যথাতে হয় অধীর।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃআরাফাত হোসাইন ২৬/০২/২০১৮ভালো
-
আমি-তারেক ১৮/০২/২০১৮Sundor prokash...
-
রেজাউল রেজা (নীরব কবি) ১৬/০২/২০১৮ভাল লাগল প্রিয়।
-
Shafi md Omar Faruq ১৬/০২/২০১৮হৃদয়ের ব্যাথা থেকে প্রেম, প্রেম থেকে কাম, কাম থেকে সৃষ্টি হয় সৃষ্টির ফুল। ভাল লিখেছেন কবি।
-
আরিফ নীরদ ১৬/০২/২০১৮অসাধারন