মৃত আকাশ
শত শত বছর আগেই সে মরে গিয়েছে,
শেষ তাকে দেখেছিলাম শিরীষবনে,
সারিবদ্ধ দাড়িয়েছিল মৃত্যুর সম্মুখে,
হেটেছিল পেঁচার মত চোখবুজে,আনমনে।
সমস্ত তারকারাজি ধূসরতায় ছেয়েছে,
মৃত আকাশের সীমানাতে স্তব্ধতায়,
অন্ধকারে হেরেছে নিরীহ কালো রেখা,
মৃত্যুর ধ্বনি মিশেছে অরণ্যে,হীনতায়।
শেষ তাকে দেখেছিলাম শিরীষবনে,
সারিবদ্ধ দাড়িয়েছিল মৃত্যুর সম্মুখে,
হেটেছিল পেঁচার মত চোখবুজে,আনমনে।
সমস্ত তারকারাজি ধূসরতায় ছেয়েছে,
মৃত আকাশের সীমানাতে স্তব্ধতায়,
অন্ধকারে হেরেছে নিরীহ কালো রেখা,
মৃত্যুর ধ্বনি মিশেছে অরণ্যে,হীনতায়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাঁঝের তারা ১৫/০২/২০১৮অপূর্ব সুন্দর! শুভেচ্ছা প্রিয় কবি ...
-
সবুজ ১৫/০২/২০১৮ভাল লিখেছেন।ফেসবুকে আপনি নিয়মিত হলে কবিতাগুলো দ্রুত পড়া যেত।
-
মো : আবুল হোসেন ১৫/০২/২০১৮অনেক সুন্দর