এসেছে ফাগুন
আমাদের ধূলি ধূসরিত নগরে,
নেই বৃক্ষ নেই ফুল,
তবুও হেসেছে একূল,
সকালের রোদে জ্বলে আলো,জ্বলেছে প্রহরে,
বলেছে পঞ্জিকা,এসেছে ফাগুন।
চোখ মেলে দেখি, বনে লেগেছে আগুন।
পলাশ ফুটেছে লাল হয়ে,
প্রাণের কল্লোলে বাসন্তী রঙে,
সেজেছে সবে নানান ঢঙে,
শাড়ি পরা তরুণী ভালবাসার বিকিকিনি নিয়ে,
মজেছে তরুণ কবির প্রেমের কবিতায়।
ন্যাকা প্রেমিক আজ বড়ই অসহায়।
নেই বৃক্ষ নেই ফুল,
তবুও হেসেছে একূল,
সকালের রোদে জ্বলে আলো,জ্বলেছে প্রহরে,
বলেছে পঞ্জিকা,এসেছে ফাগুন।
চোখ মেলে দেখি, বনে লেগেছে আগুন।
পলাশ ফুটেছে লাল হয়ে,
প্রাণের কল্লোলে বাসন্তী রঙে,
সেজেছে সবে নানান ঢঙে,
শাড়ি পরা তরুণী ভালবাসার বিকিকিনি নিয়ে,
মজেছে তরুণ কবির প্রেমের কবিতায়।
ন্যাকা প্রেমিক আজ বড়ই অসহায়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
নুরনবী সরকার ২৪/০২/২০১৮আসিলো ফাগুন, মনে লাগিল আগুন! !! শুভেচ্ছা জানবেন।
-
সাঁঝের তারা ১৫/০২/২০১৮বাস্তবতার সুন্দর প্রকাশ ...
-
সাইয়িদ রফিকুল হক ১৪/০২/২০১৮ভালো।
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ১৪/০২/২০১৮প্রকৃতির প্রতিচ্ছবি অঙ্কিত হয়েছে দারুণ ভাবে । শুভেচ্ছা ।
-
রেজাউল রেজা (নীরব কবি) ১৪/০২/২০১৮শুভেচ্ছা বসন্তের।কবিতাটা সুন্দর।