www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

তারুণ্যে যারা নতুন যোগ দিবেন

তারুণ্য ব্লগ সাহিত্য চর্চার জন্য একটি ভাল মাধ্যম বলা যেতে পারে।এখানে রয়েছে ভালমানের কিছু লেখক তেমনি রয়েছে পাঠক।দুইয়ের মিশ্রণে তারুণ্য হয়ে উঠেছে সম্ভাবনাময় সাহিত্যমাধ্যম।এখানে প্রতিটি লেখকের লেখা মূল্যায়নের যেমন সুযোগ রয়েছে ঠিক তেমনিভাবে কোন লেখায় ভুলভ্রান্তি হলে সেটা পর্যালোচনার সুযোগ কম নয়।লেখক ও পাঠকদের মন্তব্যই পারে আরো ভাল লেখার উপহার দিতে।আপনার চাওয়াটা যেরকম ঠিক সেরকমভাবে লেখা পেতে পারেন।গল্প,কবিতা,অভিজ্ঞতা ইত্যাদি বিষয়ে লেখা হয়ে থাকে এই মাধ্যমে।নতুন প্রাণের উচ্ছ্বাসে মুখরিত তারুণ্য ব্লগ।নতুন সদস্যদের প্রতি ক্ষুদ্র পরামর্শ থাকছে এই লেখায়।পরামর্শগুলো হল:

১.লেখা জমা দেওয়ার আগে অবশ্যই বানান ঠিক আছে কিনা সেদিকে নজর রাখতে হবে।অত্যাধিক বানান ভুলের কারণে বিজ্ঞ মোডারেটরগণ আপনার লেখাটি প্রকাশ না করলে এটা হতে পারে আপনার মন খারাপের কারণ।
২.বিষয়শ্রেণি নির্বাচনের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে।আপনি কবিতা লিখে যদি বিষয়শ্রেণি নির্বাচন করেন গল্প তাহলে বিষয়টা কি বেমানান নয়?
৩.বাংলা বিরামচিহ্ন বা ছেদচিহ্নের ব্যবহার সঠিক করতে হবে।অনেকে আছেন একটা কবিতাতে ছেদচিহ্ন ব্যবহারের প্রয়োজন মনে করেন না।অথচ দাঁড়ি কমাবিহীন লেখার অবস্থাটা চিন্তা করুন!
৪.লেখাগুলোতে গঠনমূলক মন্তব্য করুন।কোরাম পূরণের জন্য মাত্র ৩টি মন্তব্য সীমাবদ্ধ থাকবেন না বরং লেখাগুলোর ইতিবাচক দিক ও নেতিবাচক দিক তুলে ধরুন।প্রয়োজনে অনেক মন্তব্য করুন।নিজের লেখায় প্রতিমন্তব্য করার চেষ্টা করুন।
৫.লেখার শিরোনামের সাথে লেখার মিল থাকা প্রয়োজন।
৬.লেখার নিয়মাবলী লক্ষ্য করুন।যেকোন সমস্যা আমাদের তথ্যকেন্দ্রে জানান।


-কামরুজ্জামান সাদ
বিষয়শ্রেণী: সমসাময়িক
ব্লগটি ৭১২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৭/০২/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast