স্বাধীনতা গায়ে মেখো
দরজাটি এবার খোল,
এখনও কি লেনাদেনা বাকি?
তোমায় দেখিনি অনেকদিন হল,
ভোর হয়েছে খবর পেয়েছো কি?
মুক্তির স্বাদ পেতে অনীহা এতো,
তবে কেন আশা জাগিয়েছিলে?
দুর্বলের জন্য পরাধীনতা সে তো,
একদিন তুমিই মুক্তির ডাক ডেকেছিলে।
শেষবারের মত বাইরে এসে দেখো,
স্বাধীনতাকে একটিবার গায়ে মেখো।
এখনও কি লেনাদেনা বাকি?
তোমায় দেখিনি অনেকদিন হল,
ভোর হয়েছে খবর পেয়েছো কি?
মুক্তির স্বাদ পেতে অনীহা এতো,
তবে কেন আশা জাগিয়েছিলে?
দুর্বলের জন্য পরাধীনতা সে তো,
একদিন তুমিই মুক্তির ডাক ডেকেছিলে।
শেষবারের মত বাইরে এসে দেখো,
স্বাধীনতাকে একটিবার গায়ে মেখো।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আবু সাইদ লিপু ২৭/০১/২০১৮স্বাধীনতা হারিয়ে গেছে
-
সাঁঝের তারা ২৬/০১/২০১৮অপূর্ব ছন্দের সুন্দর ভাবনা
-
মোঃআব্দুল্লাহ্ আল মামুন ২৬/০১/২০১৮সুন্দর অভিব্যক্তি। ভালো লাগিল বেশখ
-
মুহাম্মদ মনিরুজ্জামান ২৫/০১/২০১৮অপ্রতিম!
শুভেচ্ছা কবি।
দূর্বল>দুর্বল