শান্ত একটা নদীর কথা
শান্ত একটা নদীর কথা
তোমায় আমি বলছি শুনো,
শুনছো তুমি?
এগিয়ে চলে স্রোতের টানে
সাগর পানে,
থামতে মানা,
পথটি জানা,
মিশতে হবে সাগর বুকে,
জলরাশির একটু সুখে।
তোমায় বলছি সময় গুণো,
গুনছো তুমি?
শান্ত নদী শান্ত নয়,
তিলে তিলে হচ্ছে ক্ষয়,
সাগর ডাকে নদীটারে,
মিশে যেতে বারে বারে।
সেই কথাটি বলছি তোমায়
শুনবে তুমি? হবে সময়?
শান্ত একটা নদী আছে
সাগর পানে ছুটছে খুব,
এই নদীটার ধারে কাছে
পাড়াগুলো দিচ্ছে ডুব।
এই নদীটা শান্ত নয়
নদীর বাঁকে লুকিয়ে ভয়,
যাচ্ছে ধেঁয়ে ওদিক পানে,
এই কথাটা সাগর জানে।
তোমায় আমি বলছি শুনো,
শুনছো তুমি?
এগিয়ে চলে স্রোতের টানে
সাগর পানে,
থামতে মানা,
পথটি জানা,
মিশতে হবে সাগর বুকে,
জলরাশির একটু সুখে।
তোমায় বলছি সময় গুণো,
গুনছো তুমি?
শান্ত নদী শান্ত নয়,
তিলে তিলে হচ্ছে ক্ষয়,
সাগর ডাকে নদীটারে,
মিশে যেতে বারে বারে।
সেই কথাটি বলছি তোমায়
শুনবে তুমি? হবে সময়?
শান্ত একটা নদী আছে
সাগর পানে ছুটছে খুব,
এই নদীটার ধারে কাছে
পাড়াগুলো দিচ্ছে ডুব।
এই নদীটা শান্ত নয়
নদীর বাঁকে লুকিয়ে ভয়,
যাচ্ছে ধেঁয়ে ওদিক পানে,
এই কথাটা সাগর জানে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাঁঝের তারা ২৪/০১/২০১৮অনবদ্য ...
-
তীর্থের কাক ২৪/০১/২০১৮বেশ
-
সাইয়িদ রফিকুল হক ২২/০১/২০১৮বেশ তো!
-
আরিফ নীরদ ২২/০১/২০১৮খুব ভালো লাগল।
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ২২/০১/২০১৮কল্পনার স্নিগ্ধতায় মুগ্ধতা প্রকাশ ।
ধন্যবাদ রলো ভাল লেখনির জন্য । -
মাহামুদুল হাসান ২১/০১/২০১৮উপদেশ মূলক বার্তা যা কবিতা রূপে লেখার বৃথা চেষ্টা হয়েছে।
-
সৌম্যকান্তি চক্রবর্তী ২১/০১/২০১৮খুব ভালো লাগল
-
আরিফ নীরদ ২১/০১/২০১৮সুন্দর