www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

দুইটি গুরুত্বপূর্ণ ঘটনা ও একটি অগুরুত্বপূর্ণ ঘটনা

দুইটি গুরুত্বপূর্ণ ঘটনা ও একটি অগুরুত্বপূর্ণ ঘটনা....


কলমে— কামরুজ্জামান সাদ

ঘটনা এক,
আজ ১২ জানুয়ারি।বাঙলার জনগণের শোষণের হাত থেকে রক্ষার জন্য আন্দোলন করেছেন ন্যাশনাল স্কুলের শিক্ষক মাস্টারদা সূর্য সেন।১৯৩৪ সালের ১২ জানুয়ারি চট্টগ্রাম কারাগারে তাঁর ফাসি কার্যকর হয়।১২ জানুয়ারি তারিখে এই আত্মত্যাগ আমাদের এক উজ্জ্বল ইতিহাসের অংশ।তাকে হারিয়ে বাঙালি ব্যথিত ও শঙ্কিত হয়েছিল পরবর্তী আন্দোলনের শঙ্কায়।তার সংগ্রামি জীবন আমাদের অনুপ্রাণিত করেছে,মাস্টার দা সূর্যসেনের জন্য আমরা গর্বিত।১২ জানুয়ারি এই গুরুত্বপূর্ণ ঘটনাটি ঘটেছে।

ঘটনা দুই,
আজ ১২ জানুয়ারি।এই দিনেও কিছু বিদ্রোহী মারা গেছে।২০১৮ সালের এই দিনে পথভ্রষ্ট কিছু তরুণ জঙ্গি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে নিহত হয়েছে।অথচ এই জঙ্গিদের জন্য আমরা অনুশোচনা করছি না বরং তাদের এহেন কাজের জন্য ধিক্কার দিচ্ছি।১২ জানুয়ারি এই গুরুত্বপূর্ণ ঘটনাটি ঘটেছে।

ঘটনা তিন,
আজ ১২ জানুয়ারি।এই দিনের অগুরুত্বপূর্ণ ঘটনাটি হল প্রথম ঘটনাটি অনেকেই মনে রাখেনি।মাস্টারদা -এর কাছ থেকে অনুপ্রেরণা নিলে ধর্মান্ধ জঙ্গিদের কেউ অনুকরণ ও অনুসরণ করবে না।দ্বিতীয় ঘটনা যাতে না ঘটে সবাইকে সচেতন থাকতে হবে।
বিষয়শ্রেণী: সমসাময়িক
ব্লগটি ৬৯৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১২/০১/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • আরিফ নীরদ ১৩/০১/২০১৮
    ভালো লাগায় পূর্ণ
  • কথা সত্য।
  • মধু মঙ্গল সিনহা ১২/০১/২০১৮
    ধন্যবাদ,ভালো লাগলো।
 
Quantcast