নতুন বৌদ্ধনিদর্শন মুন্সিগঞ্জের নটেশ্বর
মুন্সিগঞ্জ জেলায় দেশের সর্ববৃহৎ বৌদ্ধ সভ্যতার স্মৃতিস্তম্ভের সন্ধান মিলেছে।ইতিহাস সম্পর্কে আলাদা ধরনের আগ্রহ আছে।একটি বাংলা দৈনিকে এ সম্পর্কে একটি লেখা পেলাম।বন্ধুদের মাঝে শেয়ার করার মানসিকতা থেকেই দূটো লাইন লিখছি।জেলাটির টঙ্গিবাড়ী উপজেলার নটেশ্বর গ্রামে এই স্মৃতিস্তম্ভ পাওয়া গেছে।বৌদ্ধ সভ্যতার স্তুপ হিশেবে চিহ্নিত ওই স্মৃতিস্তম্ভের একেকটি বাহুর দৈর্ঘ প্রায় ৪৪ মিটার।৮০০ থেকে ১২০০ খ্রিষ্টাব্দের ওই স্তুপগুলো অনেকটা পিরামিডের আকৃতির।
ওই সময়ে বাংলা দক্ষিণাঞ্চলে বৌদ্ধ শাসনামলের রাজধানী যে বিক্রমপুর এলাকা ছিল , তারও কিছু প্রমাণ পাওয়া গেছে।সড়ক,পয়োনিষ্কাশনব্যবস্থাসহ বেশ কিছু স্থাপনার সন্ধান মিলেছে ওই প্রত্নতাত্ত্বিক নিদর্শনের স্থানে।
ওই সময়ে বাংলা দক্ষিণাঞ্চলে বৌদ্ধ শাসনামলের রাজধানী যে বিক্রমপুর এলাকা ছিল , তারও কিছু প্রমাণ পাওয়া গেছে।সড়ক,পয়োনিষ্কাশনব্যবস্থাসহ বেশ কিছু স্থাপনার সন্ধান মিলেছে ওই প্রত্নতাত্ত্বিক নিদর্শনের স্থানে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মধু মঙ্গল সিনহা ১৯/০১/২০১৮ভালো সুখকর,ধন্যবাদ প্রিয় কবি।
-
সাইয়িদ রফিকুল হক ১০/০১/২০১৮সুখবর।
-
শিবশঙ্কর ১০/০১/২০১৮দারুন খবর । বাংলার ঐতিহ্য ।