আমিও হব প্রেমিকপুরুষ
আমি বিনীতভাবেই জানাচ্ছি-
আমার পক্ষে ভালবাসা সম্ভব নয়।
মায়ায় জড়ানো আমার কর্ম নয়,
আমি ভবঘুরে,
আমি বাউণ্ডুলে,
আমার মানবিক গুণ খুব নিম্নমানের।
তাই আগেভাগেই জানিয়ে দিচ্ছি-
আমার পক্ষে ভালবাসা সম্ভব নয়।
তবে-
তুমি আমাকে ভালবাসতেই পার,
বাধা দিব না।
তুমি যদি চাও ভবঘুরে মানুষটাকে
প্রেমিক হিশেবে গড়ে নিবে,
বাধা দিব না।
বাউণ্ডুলে আমাকে সংসারী করতে
তুমি যদি চেষ্টা কর,
বাধা দিব না।
তোমার প্রেমে হঠাৎ যে পড়ে যাব না,
তার নিশ্চয়তা দিতে পারি না।
হয়ত কখনো বাউণ্ডুলে ভাবটা কেটে গেল,
ভবঘুরে আর হলাম না,
তুমি যদি আমাকে ভালবাস,
তোমার মায়ায় জড়িয়ে নাও,
তবে কথা দিচ্ছি-
আমিও হব প্রেমিকপুরুষ।
আমার পক্ষে ভালবাসা সম্ভব নয়।
মায়ায় জড়ানো আমার কর্ম নয়,
আমি ভবঘুরে,
আমি বাউণ্ডুলে,
আমার মানবিক গুণ খুব নিম্নমানের।
তাই আগেভাগেই জানিয়ে দিচ্ছি-
আমার পক্ষে ভালবাসা সম্ভব নয়।
তবে-
তুমি আমাকে ভালবাসতেই পার,
বাধা দিব না।
তুমি যদি চাও ভবঘুরে মানুষটাকে
প্রেমিক হিশেবে গড়ে নিবে,
বাধা দিব না।
বাউণ্ডুলে আমাকে সংসারী করতে
তুমি যদি চেষ্টা কর,
বাধা দিব না।
তোমার প্রেমে হঠাৎ যে পড়ে যাব না,
তার নিশ্চয়তা দিতে পারি না।
হয়ত কখনো বাউণ্ডুলে ভাবটা কেটে গেল,
ভবঘুরে আর হলাম না,
তুমি যদি আমাকে ভালবাস,
তোমার মায়ায় জড়িয়ে নাও,
তবে কথা দিচ্ছি-
আমিও হব প্রেমিকপুরুষ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ০৯/০১/২০১৮ভালো লাগলো।
-
এন আই পারভেজ ০৯/০১/২০১৮ভাল।
-
সাঁঝের তারা ০৯/০১/২০১৮বাউন্ডুলেরাই তো ভালোবাসায় বেশী জড়ায় ... খুব ভাল লাগল