আমি তোমাকে ভালবেসেছি
আমি তোমাকে ভালবেসেছি
উত্তরীর নগ্ন হাওয়াতে,
ভোরের কুয়াশার স্নিগ্ধতায়,
চরম শীতে রুক্ষ হওয়া শরীরে।
বিকালের মরা সূর্যের শেষ
আলো পৌঁছানো পর্যন্ত।
রাতের আধারে মিশে থাকে
ভয় আর জড়তা,
আমি পাশে থেকেছি
দিনের পুরোটা আলো জুড়ে।
আমি তোমাকে ভালবেসেছি।
উত্তরীর নগ্ন হাওয়াতে,
ভোরের কুয়াশার স্নিগ্ধতায়,
চরম শীতে রুক্ষ হওয়া শরীরে।
বিকালের মরা সূর্যের শেষ
আলো পৌঁছানো পর্যন্ত।
রাতের আধারে মিশে থাকে
ভয় আর জড়তা,
আমি পাশে থেকেছি
দিনের পুরোটা আলো জুড়ে।
আমি তোমাকে ভালবেসেছি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সোহাগ রায় ০১/০১/২০১৮দারুন
-
সাইয়িদ রফিকুল হক ০১/০১/২০১৮ভালো লাগলো।
-
সাঁঝের তারা ০১/০১/২০১৮অনবদ্য সুন্দর! শুভ নববর্ষ প্রিয় কবি...
-
মধু মঙ্গল সিনহা ০১/০১/২০১৮ভালো লাগলো।