এ শহরে কিছু বিপ্লবী আছে
এ শহরে কিছু বিপ্লবী আছে,
সেই ১৯৭১ এর পর থেকেই আছে,
আড়ষ্ট হওয়া মুখ,
জ্বলজ্বলে চোখ,
তীব্র নখ,
চওড়া বুকের বিপ্লবী।
পঁচাত্তরে মুজিব চলে যাওয়ার পর থেকে,
স্বৈরাচার দমনের পর থেকে,
ঘাতক আন্দোলন শুরুর পর থেকে,
বিপ্লবীরা আছে।
এরা ঠিক বিপ্লবী নয়,
অন্যকিছু,
একদম অন্যকিছু।
এরা বিপ্লবীদের মতই দেখতে।
এ শহরে কিছু বিপ্লবী আছে,
এরা মানুষের ভাল চায় না,
এরা দেশ মাতৃকাকে চায় না,
এরা বিপ্লবীদের মতই দেখতে।
সেই ১৯৭১ এর পর থেকেই আছে,
আড়ষ্ট হওয়া মুখ,
জ্বলজ্বলে চোখ,
তীব্র নখ,
চওড়া বুকের বিপ্লবী।
পঁচাত্তরে মুজিব চলে যাওয়ার পর থেকে,
স্বৈরাচার দমনের পর থেকে,
ঘাতক আন্দোলন শুরুর পর থেকে,
বিপ্লবীরা আছে।
এরা ঠিক বিপ্লবী নয়,
অন্যকিছু,
একদম অন্যকিছু।
এরা বিপ্লবীদের মতই দেখতে।
এ শহরে কিছু বিপ্লবী আছে,
এরা মানুষের ভাল চায় না,
এরা দেশ মাতৃকাকে চায় না,
এরা বিপ্লবীদের মতই দেখতে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সোহাগ রায় ০১/০১/২০১৮ভালো লাগলো
-
শ্যাম রাজ(শ্রী রাধাশ্যাম জানা) ২৬/১২/২০১৭দারুণ লিখন
-
Rabia Onti ২৬/১২/২০১৭ভাল
-
আবু সাইদ লিপু ২৬/১২/২০১৭নাম-ধাম কী?
-
সাইয়িদ রফিকুল হক ২৬/১২/২০১৭ভালো লাগলো।