ডিসেম্বর এলে
ডিসেম্বর এলে -
নতুন দিনের স্বপ্ন জাগে,
স্বপ্ন জাগে পাখির গানে,
পাখির গান মুক্ত লাগে ,
মুক্ত লাগে কলতানে।
ডিসেম্বর এলে -
লাল সবুজের দোলনা দোলে,
দোলনা দোলে বিজয় ভাসে,
বিজয় ভাসে মেঘের দলে,
মেঘের দলে সূর্য হাসে।
নতুন দিনের স্বপ্ন জাগে,
স্বপ্ন জাগে পাখির গানে,
পাখির গান মুক্ত লাগে ,
মুক্ত লাগে কলতানে।
ডিসেম্বর এলে -
লাল সবুজের দোলনা দোলে,
দোলনা দোলে বিজয় ভাসে,
বিজয় ভাসে মেঘের দলে,
মেঘের দলে সূর্য হাসে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শেখ ফাহিম ২১/১২/২০১৭ডিসেম্বরে হোক নবজীবনের উন্মোচন
-
অর্ক রায়হান ২০/১২/২০১৭বেশ ভালো লাগলো প্রিয় ব্লগার।
-
সাঁঝের তারা ১৯/১২/২০১৭নতুন স্বপ্ন ডিসেম্বরে - ভাল ভাবনা...
-
মনোবর ১৮/১২/২০১৭ভালো হয়েছে।
-
আরিফ নীরদ ১৬/১২/২০১৭মনহরণ"""""
-
সাইয়িদ রফিকুল হক ১৬/১২/২০১৭সুন্দর!
-
মধু মঙ্গল সিনহা ১৬/১২/২০১৭ডিসেম্বর মানেই আনন্দ। ভালো লাগলো।