নেতা (পুনরায় প্রকাশ)
আমাদের আছে মন্ত্রীমশাই
দেখতে ভারী বিদখুটে
নাকটা তার ইয়া বড়!
হাতটা ভীষণ মারকুটে।
চলতে গেলে টলতে থাকে
ভূড়ি চলে আগে
মঞ্চে তিনি ভাষণ দিলে
ভূমিকম্প জাগে।
একদিন মন্ত্রী আন্দোলনে
পড়লেন হঠাৎ নেমে
শ্লোগানে মুখর হয়ে
শরীর গেলো ঘেমে।
তারপরে সে কাণ্ড কিযে!
মন্ত্রী পুরাই বেহুঁশ
বাঁচাতে তাকে পাতি নেতারা
মারছে ঠেলা মারছে ঢুঁশ।
চেকাপ যদি করতেই হয়
ভরসা সিঙ্গাপুরে
দেশ বাঁচাতে নেতা বাঁচাও
রব উঠেছে দেশ জুড়ে।
নেতার জন্য রাখো এবার
নিজের জীবন বাজি
এই না হলে কর্মি কিসের!
পণ করেছি আজি।
হঠাৎ করে খবর এলো
নেতা গেছে মরে
মরছে শালা বেশ হয়েছে
আমরা ছিলাম ডরে।
এবার আমি নেতা হবো
মাঠ হয়েছে ফাঁকা
সঠিকভাবে চলবে এবার
গণতন্ত্রের চাকা।
আমি থাকবো ক্যাডার থাকবে
থাকবে গাড়ি বহর
অস্ত্র নিয়ে ঘুরবো আমি
রাজ করতে শহর।
রাজনীতিতে আমি হবো
এই শহরের জান
বললে কথা বিপক্ষে কেউ
কাটবো তার কান।
আমার জীবন দেশের তরে
বিলিয়ে দিলাম আজ
গদিতে তাই বসবো আমি
মাথায় পড়ে তাজ।
দেখতে ভারী বিদখুটে
নাকটা তার ইয়া বড়!
হাতটা ভীষণ মারকুটে।
চলতে গেলে টলতে থাকে
ভূড়ি চলে আগে
মঞ্চে তিনি ভাষণ দিলে
ভূমিকম্প জাগে।
একদিন মন্ত্রী আন্দোলনে
পড়লেন হঠাৎ নেমে
শ্লোগানে মুখর হয়ে
শরীর গেলো ঘেমে।
তারপরে সে কাণ্ড কিযে!
মন্ত্রী পুরাই বেহুঁশ
বাঁচাতে তাকে পাতি নেতারা
মারছে ঠেলা মারছে ঢুঁশ।
চেকাপ যদি করতেই হয়
ভরসা সিঙ্গাপুরে
দেশ বাঁচাতে নেতা বাঁচাও
রব উঠেছে দেশ জুড়ে।
নেতার জন্য রাখো এবার
নিজের জীবন বাজি
এই না হলে কর্মি কিসের!
পণ করেছি আজি।
হঠাৎ করে খবর এলো
নেতা গেছে মরে
মরছে শালা বেশ হয়েছে
আমরা ছিলাম ডরে।
এবার আমি নেতা হবো
মাঠ হয়েছে ফাঁকা
সঠিকভাবে চলবে এবার
গণতন্ত্রের চাকা।
আমি থাকবো ক্যাডার থাকবে
থাকবে গাড়ি বহর
অস্ত্র নিয়ে ঘুরবো আমি
রাজ করতে শহর।
রাজনীতিতে আমি হবো
এই শহরের জান
বললে কথা বিপক্ষে কেউ
কাটবো তার কান।
আমার জীবন দেশের তরে
বিলিয়ে দিলাম আজ
গদিতে তাই বসবো আমি
মাথায় পড়ে তাজ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আবুল খায়ের ১৫/১২/২০১৭wow
-
সালাম আলী আহসান ১৪/১২/২০১৭হাঃ হাঃ
-
মধু মঙ্গল সিনহা ১৩/১২/২০১৭খুব সুন্দর ব্যঙ্গ কবিতা।
-
আবু সাইদ লিপু ১৩/১২/২০১৭মন্ত্রীর নাম কী?
-
সাঁঝের তারা ১৩/১২/২০১৭সত্যি ঘটনা ...সুন্দর লেখা...
-
হুসাইন দিলাওয়ার ১৩/১২/২০১৭বাহ,,,