অবসাদ
ভালবাসা এসে জমিয়েছে মেদ,
অবসাদে আজ ভরেছে শরীর,
ঠোঁটের চুমুতে ঘোর লাগা জেদ,
দরকার আছে কি টাকা কড়ির।
রূপসী মেয়ের শরীরের ঘ্রাণ,
আসছে আদুরে হাওয়ায় ভেসে,
প্রেমে ডুবে থেকে আসবে না প্রাণ,
আসবে না প্রেম অবসাদ শেষে।
অবসাদে আজ ভরেছে শরীর,
ঠোঁটের চুমুতে ঘোর লাগা জেদ,
দরকার আছে কি টাকা কড়ির।
রূপসী মেয়ের শরীরের ঘ্রাণ,
আসছে আদুরে হাওয়ায় ভেসে,
প্রেমে ডুবে থেকে আসবে না প্রাণ,
আসবে না প্রেম অবসাদ শেষে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শাহানাজ সুলতানা (শাহানাজ) ১১/১২/২০১৭অসাধারণ