অবেলাতে
আমাকে তুমি ভুলেই গেলে,
অভিমানে অথবা খেয়ালে,
মাঝে মাঝে মরে পড়ে থাকি,
ছুঁয়ে দেখেনা কোন শিয়ালে।
তুমি যেভাবে খুবলে খেলে,
কে আছে তাতে ভাগ বসায়?
মনে ভীষণ ক্ষত হয়েছে,
আজ এই মরণ-দশায়।
____________
কবিতার শিরোনাম : অবেলাতে
-কামরুজ্জামান সাদ,
মহেশপুর , ঝিনাইদহ।
অভিমানে অথবা খেয়ালে,
মাঝে মাঝে মরে পড়ে থাকি,
ছুঁয়ে দেখেনা কোন শিয়ালে।
তুমি যেভাবে খুবলে খেলে,
কে আছে তাতে ভাগ বসায়?
মনে ভীষণ ক্ষত হয়েছে,
আজ এই মরণ-দশায়।
____________
কবিতার শিরোনাম : অবেলাতে
-কামরুজ্জামান সাদ,
মহেশপুর , ঝিনাইদহ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাঁঝের তারা ১০/১২/২০১৭অপূর্ব ভাবনা...সুন্দর...
-
মনোবর ০৯/১২/২০১৭কে এই খেয়ালী, অভিমানী!
-
সন্দীপন পাল ০৯/১২/২০১৭দুর্দান্ত
-
আনন্দ চ্যাটার্জী ০৯/১২/২০১৭অসাধারন
-
টি এম আমান উল্লাহ ০৯/১২/২০১৭valo