আমি মানুষকে ভালবাসি (পুনরায় প্রকাশ)
আমি কেন মানুষকেই ভালবাসতে গেলাম জানিস অনিন্দ্য?
মানুষের চোখ আছে দেখার জন্য,
নাক দিয়ে ঘ্রাণ নেয়,
কান আছে শুনতে পায়,
পায়ে পায়ে হেটে চলে।
জানিস অনিন্দ্য, ওদের না একটা হৃদয় আছে।অতি সংবেদনশীল।
আমি তো পাখির প্রেমেও পড়তে পারতাম।তবে কেনো পড়লাম না?
পাখির কি এগুলো নেই?আছে তো।
ইচ্ছে হলে উড়তে পারে।
যে উড়ে যাবে তাকে আমি ভালবাসবো কেনো?আমার ভালবাসা কি এতোই সস্তা?
আমি গাছ,নদী,সাগর কিংবা পশুদের প্রেমেও পড়তে পারতাম।
আমি যে অনেক আগেই মানুষকে আমার মনটা দিয়ে দিয়েছি।
মানুষগুলো একদম অন্যরকম।
মানুষগুলো আমাকে কষ্ট দেয়।ভীষণরকম কষ্ট দেয়।
আমি দাত চেপে ধরে সহ্য করি।
আমাকে অবহেলা করা হয়।আঘাত করা হয়।আমি কিছু মনে করি না।
জানিস অনিন্দ্য,আমি না এই কষ্টগুলোকে আঁকড়ে ধরে থাকি,ভালবাসা খুঁজি।
আমি আঘাতে ভেঙে পড়িনা।
মানুষের মত আমারও চোখ আছে,
নাক,কান সবই আছে।
তবে আমার হৃদয়টা পাষাণ।ভিন্নতা এখানেই।
তবে কি আমি মানুষ হতে পারিনি?
আমি মানুষকে ভালবাসি,শত যন্ত্রণার ভিতরে।
মানুষের সংবেদনশীল হৃদয়টা আমাকে তো জয় করতেই হবে।
পারবো না অনিন্দ্য?
আমি মানুষকে ভালবাসি।পারতে হবে আমাকে।ভালবাসিতো।
কবিতার শিরোনাম : আমি মানুষকে ভালবাসি
মানুষের চোখ আছে দেখার জন্য,
নাক দিয়ে ঘ্রাণ নেয়,
কান আছে শুনতে পায়,
পায়ে পায়ে হেটে চলে।
জানিস অনিন্দ্য, ওদের না একটা হৃদয় আছে।অতি সংবেদনশীল।
আমি তো পাখির প্রেমেও পড়তে পারতাম।তবে কেনো পড়লাম না?
পাখির কি এগুলো নেই?আছে তো।
ইচ্ছে হলে উড়তে পারে।
যে উড়ে যাবে তাকে আমি ভালবাসবো কেনো?আমার ভালবাসা কি এতোই সস্তা?
আমি গাছ,নদী,সাগর কিংবা পশুদের প্রেমেও পড়তে পারতাম।
আমি যে অনেক আগেই মানুষকে আমার মনটা দিয়ে দিয়েছি।
মানুষগুলো একদম অন্যরকম।
মানুষগুলো আমাকে কষ্ট দেয়।ভীষণরকম কষ্ট দেয়।
আমি দাত চেপে ধরে সহ্য করি।
আমাকে অবহেলা করা হয়।আঘাত করা হয়।আমি কিছু মনে করি না।
জানিস অনিন্দ্য,আমি না এই কষ্টগুলোকে আঁকড়ে ধরে থাকি,ভালবাসা খুঁজি।
আমি আঘাতে ভেঙে পড়িনা।
মানুষের মত আমারও চোখ আছে,
নাক,কান সবই আছে।
তবে আমার হৃদয়টা পাষাণ।ভিন্নতা এখানেই।
তবে কি আমি মানুষ হতে পারিনি?
আমি মানুষকে ভালবাসি,শত যন্ত্রণার ভিতরে।
মানুষের সংবেদনশীল হৃদয়টা আমাকে তো জয় করতেই হবে।
পারবো না অনিন্দ্য?
আমি মানুষকে ভালবাসি।পারতে হবে আমাকে।ভালবাসিতো।
কবিতার শিরোনাম : আমি মানুষকে ভালবাসি
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মীর মুহাম্মাদ আলী ০৮/১২/২০১৭বেশ!!
-
আব্দুল হক ০৭/১২/২০১৭বেশ ভালো লিখেছেন, ধন্যবাদ!
-
সাঁঝের তারা ০৬/১২/২০১৭অপূর্ব সুন্দর...
-
সুজয় সরকার ০৬/১২/২০১৭অনিন্দ্য-নীয়