সবচেয়ে সুন্দর
সবচেয়ে সুন্দর
-কামরুজ্জামান সাদ
---------------------
সুন্দরের মাঝে খুঁজে পাই প্রাণ,
লুকিয়ে থাকে ফুলেদের ঘ্রাণ।
সুন্দরের মাঝে উড়ে যায় অলি,
সাজানো থাকে নির্মল পাড়াতলি।
সুন্দরের মাঝে নেই কোন খুঁত,
চারদিকে সুন্দর আছে সহস্র অযুত।
সুন্দরের মাঝে হয়ে আছে জারি,
সবচেয়ে সুন্দর হলো নর আর নারী।
-কামরুজ্জামান সাদ
---------------------
সুন্দরের মাঝে খুঁজে পাই প্রাণ,
লুকিয়ে থাকে ফুলেদের ঘ্রাণ।
সুন্দরের মাঝে উড়ে যায় অলি,
সাজানো থাকে নির্মল পাড়াতলি।
সুন্দরের মাঝে নেই কোন খুঁত,
চারদিকে সুন্দর আছে সহস্র অযুত।
সুন্দরের মাঝে হয়ে আছে জারি,
সবচেয়ে সুন্দর হলো নর আর নারী।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাঁঝের তারা ০৩/১২/২০১৭সত্যিই সুন্দর...
-
সন্দীপন পাল ০২/১২/২০১৭দারুণ
-
Israfill ০১/১২/২০১৭ভালো
-
সাইয়িদ রফিকুল হক ০১/১২/২০১৭বেশ!