www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আমার নিজের বলে আর কিছুই নেই

আমার নিজের বলে আর কিছুই নেই

-কামরুজ্জামান সাদ

--------------------

আমার নিজের বলে আর কিছুই নেই,
সবকিছু দখলে চলে গেছে,
নষ্টদের দখলে।
এইতো কিছুদিন আগেও আমার
ভালবাসা ছিলো হৃদয়ে,
এখন এর অবৈধ দখলদার নষ্টরা।
আমার শরীরটা আর আমার মনে হয় না,
এখানেও ভাগ বসিয়েছে
সূচালো নখের শকুনেরা,
আমাকে খুবলে খাবে বলে।
কিছুদিন আগেও আমি মিছিলে মিছিলে
রাজপথ কাঁপাতে ব্যস্ত,
আর এখন-
রাজপথের একচ্ছত্র অধিপতি ওরাই।
প্রেসক্লাবের সামনে যে মানববন্ধন
সেখানেও ওরা।
আমি নেই কোথাও।
নষ্টরা সবখানে,সবসময়।
শুনেছি এবার স্বাধীনতাটাও ওদের
দখলেই থাকবে।
আমার স্বপ্নের স্বাধীনতাটা।
স্বাধীনতার লাল সূর্যটা ওদের হাতে
মানাবে না,
কেমন মলিন হয়ে যাবে।
আমার নিজের বলে কিছু থাকবে না,
কিছুই নেই,কখনো ছিল না।
আমার নিজের বলে আর কিছুই নেই,
সবকিছু দখলে চলে গেছে,
নষ্টদের দখলে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৯৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৮/১১/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • অরণ্য আহমেদ ০৩/১২/২০১৭
    স্বাধীনতা ... আহা ...
  • চমৎকার প্রতিবাদ ।
    স্বাধীনতা রক্ষা করা বড়ই কঠিন ।
    ধন্যবাদ ।
  • সন্দীপন পাল ২৮/১১/২০১৭
    বেশ
  • ভালো।
  • গুরু ২৮/১১/২০১৭
    বাহ!
  • Mahbubur Rahman ২৮/১১/২০১৭
    সুন্দর
  • সুজয় সরকার ২৮/১১/২০১৭
    স্বাধীনতাটা আপনারই কারণ ওটার যোগ্য হতে হয় যা ওরা কেউ নয়।
    • আমার পূর্বপুরুষদের কাছ থেকেও স্বাধীনতাটাকে এরা ছিনিয়ে নিতে চেয়েছিলো...
      • সুজয় সরকার ২৮/১১/২০১৭
        হয়তো তাই স্বাধীনতার মূল্য আপনি বোঝেন আর উত্তরপুরুষের জন্য নিশ্চয়ই সেই ঐতিহ্য রেখে যাবেন
  • সুমন ২৮/১১/২০১৭
    বেশ ভাল।
 
Quantcast