প্রেমের তোরণ
খুব সকালে বকুল সাজায়
স্নিগ্ধ বনোতল,
তুমি কুড়াতে গেলে তাতে
করে ওঠে ঝলমল।
বাতাসে তখন সুগন্ধেরা
বাজায় বাশি,
তোমার ঠোঁটে লেগে থাকে
মনমাতানো হাসি।
অকারণে এই হাসির প্রেমে
পড়েছি দ্বিধাহীন,
হাসির ফোয়ারা বিধে প্রাণে,
বাজে রিনরিন।
ওগো প্রিয়,খুলে দাওনা
প্রেমের তোরণ,
আমি বসে আছি আঙিনাতে
করতে ওগো বরণ।
কবিতার শিরোনাম : প্রেমের তোরণ
-কামরুজ্জামান সাদ
মহেশপুর,ঝিনাইদহ।
স্নিগ্ধ বনোতল,
তুমি কুড়াতে গেলে তাতে
করে ওঠে ঝলমল।
বাতাসে তখন সুগন্ধেরা
বাজায় বাশি,
তোমার ঠোঁটে লেগে থাকে
মনমাতানো হাসি।
অকারণে এই হাসির প্রেমে
পড়েছি দ্বিধাহীন,
হাসির ফোয়ারা বিধে প্রাণে,
বাজে রিনরিন।
ওগো প্রিয়,খুলে দাওনা
প্রেমের তোরণ,
আমি বসে আছি আঙিনাতে
করতে ওগো বরণ।
কবিতার শিরোনাম : প্রেমের তোরণ
-কামরুজ্জামান সাদ
মহেশপুর,ঝিনাইদহ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ২২/১১/২০১৭পবিত্র প্রেমের তোরণ হোক মনে প্রাণে ।
-
সোলাইমান ২১/১১/২০১৭সুন্দর বোধের অসাধারণ ছন্দময় কাব্যে অভিভূত!
প্রিয় কবির জন্য এক রাশ রক্তিম শুভেচ্ছা ও গভীর ভালোবাসা রেখে গেলাম।
ভালো থাকুন।। -
অ আ ক খ ২১/১১/২০১৭সকালটা হোক প্রেমময়..
-
টি এম আমান উল্লাহ ২১/১১/২০১৭valo
-
সুজয় সরকার ২১/১১/২০১৭ভালো কিন্তু কা কা
-
সাঁঝের তারা ২১/১১/২০১৭অপূর্ব ...