শীতের আগমন
সকালের সোনা রোদে,
শিশিরের চিকচিক,
শীতের এ আগমনে,
হেসে ওঠে চারিদিক।
মাঠে ঘাটে কুয়াশায়,
আগমনী শীত গান,
প্রকৃতিটা ভরে ওঠে ,
ভুলে যায় অভিমান।
শীত শীত ভাব আসে,
উত্তরীর হাওয়াতে,
পিঠা পুলি উৎসব,
লেগে যায় দাওয়াতে।
শিশিরের চিকচিক,
শীতের এ আগমনে,
হেসে ওঠে চারিদিক।
মাঠে ঘাটে কুয়াশায়,
আগমনী শীত গান,
প্রকৃতিটা ভরে ওঠে ,
ভুলে যায় অভিমান।
শীত শীত ভাব আসে,
উত্তরীর হাওয়াতে,
পিঠা পুলি উৎসব,
লেগে যায় দাওয়াতে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ মুসা খান ১৮/১১/২০১৭বেশ!
-
সোলাইমান ১৮/১১/২০১৭ব্যঙ্গের মাঝ দিয়ে কঠিন সত্যের উপলব্ধি, দারুণ লাগল ।
-
সুজয় সরকার ১৭/১১/২০১৭শীত আনলেন আর তার সঙ্গে পিঠে-পুলি।
-
সাইয়িদ রফিকুল হক ১৭/১১/২০১৭ভালো লাগলো।
-
জয় ১৭/১১/২০১৭শীতটা টের পাওয়া গেলো