কাক বৃত্তান্ত - ০৬
কাক দুটো ছিলো ভালো,
ছোলা নিয়ে এলোমেলো,
প্রতিবাদে দিন গেলো,
ছোলাগুলো পড়ে র'লো।
কাঁচা পাকা ছোলাগুলো,
আগে পিছে কাক কালো,
ঘরে ঘরে রব তোলো,
হরতাল লেগে গেলো।
ছোলা নিয়ে এলোমেলো,
প্রতিবাদে দিন গেলো,
ছোলাগুলো পড়ে র'লো।
কাঁচা পাকা ছোলাগুলো,
আগে পিছে কাক কালো,
ঘরে ঘরে রব তোলো,
হরতাল লেগে গেলো।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুল হক ১৬/১১/২০১৭ভালো লিখা, আশা করি আরো সুন্দর লিখা উপহার দেবেন।
-
অনীল ১৬/১১/২০১৭সুন্দর লিখেছেন
-
সুজয় সরকার ১৬/১১/২০১৭হরেকরকম তাল
মিললে হরতাল
বৃত্তান্তের নাম কাক
হরেকরকম বাঁক -
মধু মঙ্গল সিনহা ১৬/১১/২০১৭মুগ্ধকর।ধন্যবাদ
-
ধান ভানলে কুঁড়ো দেবো ১৬/১১/২০১৭আহা! কত সুন্দর কাক বৃত্তান্ত।
-
সোলাইমান ১৬/১১/২০১৭সুন্দর ব্যঙ্গ কবিতা।।।
অতি সুন্দর উপস্থাপনা।।।
অপূর্ব শব্দঝংকার! অসাধারন কাব্যিকতা।।।
কবিতা পাঠে মুগ্ধতা রেখে গেলাম।।।