কাক বৃত্তান্ত -০৫
ছোলাগুলো হলো কাল,
কাকগুলোর বেতাল,
ক্ষমতার কালো জাল,
লেগে গেলো হরতাল।
কালো কাক দেখভাল,
হেরে গিয়ে দেয় গাল,
নেতা বলে ধুর বাল!
গায়ে দিয়ে মোটা শাল।
কাকগুলোর বেতাল,
ক্ষমতার কালো জাল,
লেগে গেলো হরতাল।
কালো কাক দেখভাল,
হেরে গিয়ে দেয় গাল,
নেতা বলে ধুর বাল!
গায়ে দিয়ে মোটা শাল।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাঁঝের তারা ১৫/১১/২০১৭'ল' দিয়ে সুন্দর মিল - লেগে যাক "হরতাল" ...
-
আবু সাইদ লিপু ১৫/১১/২০১৭হরতাল কবে?
-
মিটন বনিক বাবু ১৪/১১/২০১৭আহা কত সুন্দর কাক বেতাল
-
অজিত ১৪/১১/২০১৭কাকের মহাকাব্য
-
সুজয় সরকার ১৪/১১/২০১৭কাকীয় রাজনীতির চাণক্য আপনি।
-
সোলাইমান ১৪/১১/২০১৭সুরে সুরে ছন্দে ছন্দে সুন্দর কাব্যগাথা।
বেশ ভাল লাগল প্রিয় কবি। -
হিমু ১৪/১১/২০১৭কাক শুধু যে কাকা করে না সেটা বুঝতে পারলাম।রাজনৈতিক কাক।