কাক বৃত্তান্ত -০৩
জোর বেশি কাকদের,
কেউ বলে আমি শের!
ঘাড় ধরে করি বের,
ন্যাড়া করি চোরদের।
খেতে যায় ছোলা ফের,
লেগে যায় নিনাদের,
হেরে গিয়ে ম্যারম্যার,
ক্ষমতার লাগে জের।
কেউ বলে আমি শের!
ঘাড় ধরে করি বের,
ন্যাড়া করি চোরদের।
খেতে যায় ছোলা ফের,
লেগে যায় নিনাদের,
হেরে গিয়ে ম্যারম্যার,
ক্ষমতার লাগে জের।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুল হক ১৩/১১/২০১৭অনেক সুন্দর , ধন্যবাদ!
-
সুজয় সরকার ১৩/১১/২০১৭একটাই কথা বলার,কাক বৃত্তান্ত কা কা(জিন্দাবাদ)!
-
মিটন বনিক বাবু ১৩/১১/২০১৭কাক বৃত্তান্ত আপনার অনন্য সুন্দর একট সৃষ্টি
-
মারুফ ১৩/১১/২০১৭সমাজের খণ্ডচিত্র
-
রাত্রি ১৩/১১/২০১৭কাক নিয়ে যে সিরিজ শুরু করেছেন তা প্রশংসার দাবিদার..
-
সোলাইমান ১৩/১১/২০১৭মুগ্ধ মুগ্ধ মুগ্ধ । ভালোবাসা
-
মধু মঙ্গল সিনহা ১৩/১১/২০১৭ভালো লাগল কবি।
-
কে. পাল ১৩/১১/২০১৭Bah bah darun