কাক বৃত্তান্ত -০১
পাশে বসে দুটি কাক,
ছোলাগুলো খেয়ে যাক,
নেই কোনো রাখঢাক,
খেয়ে খুব মজা পাক।
খেয়ে নেশা ধরে যাক,
এই দুটো কালো কাক,
বেশি খেলে মরে যাক,
মরে পাশে পড়ে থাক।
ছোলাগুলো খেয়ে যাক,
নেই কোনো রাখঢাক,
খেয়ে খুব মজা পাক।
খেয়ে নেশা ধরে যাক,
এই দুটো কালো কাক,
বেশি খেলে মরে যাক,
মরে পাশে পড়ে থাক।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মধু মঙ্গল সিনহা ১৯/১২/২০১৭দারুণ!
-
সাইয়িদ রফিকুল হক ০৮/১১/২০১৭চটুল ছড়া।
-
সোলাইমান ০৮/১১/২০১৭অনুভবের অসাধারন কাব্যিক উপস্থাপনায় অভিভূত!!
প্রিয় কবির জন্য এক রাশ রক্তিম শুভেচ্ছা ও গভীর ভালোবাসা রেখে গেলাম।
ভালো থাকুন সবসময়!! -
সুজয় সরকার ০৮/১১/২০১৭1 নম্বর বৃত্তান্ত পড়ে বলতেই হচ্ছে আপনি লোক সুবিধের নন,কবিতাকেও আপনি মুখোশ পরিয়ে রাখতে পারেন পরবর্তী কাক বৃত্তান্তগুলোতে আর কী করেন তার অপেক্ষায় রইলাম; শুভেচ্ছা নেবেন।
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ০৮/১১/২০১৭বেশ! বেশ!