ইদানীং আমার কষ্টগুলো
ইদানীং আমার কষ্টগুলো
-কামরুজ্জামান সাদ
ইদানীং আমার কষ্টগুলো,
বাস করছে একা।
তোমার খোঁজে ছুটছে তবে,
পাচ্ছে না যে দেখা।
ইদানীং আমার কষ্টগুলো,
গভীর রাতে ফেরে।
যেদিন থেকে তুমি নেই পাশে,
আমাকে গেছো ছেড়ে।
ইদানীং আমার কষ্টগুলো,
ব্যস্ত তোমায় খুঁজে।
অশ্রু ঝরে অবিরত আর,
চোখটি আসে বুজে।
-কামরুজ্জামান সাদ
ইদানীং আমার কষ্টগুলো,
বাস করছে একা।
তোমার খোঁজে ছুটছে তবে,
পাচ্ছে না যে দেখা।
ইদানীং আমার কষ্টগুলো,
গভীর রাতে ফেরে।
যেদিন থেকে তুমি নেই পাশে,
আমাকে গেছো ছেড়ে।
ইদানীং আমার কষ্টগুলো,
ব্যস্ত তোমায় খুঁজে।
অশ্রু ঝরে অবিরত আর,
চোখটি আসে বুজে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আবু সাইদ লিপু ২৭/১০/২০১৭আহারে কষ্ট!
-
সোলাইমান ২৬/১০/২০১৭সুন্দর,
অনেক ভাল থাকুন। -
কে. পাল ২৬/১০/২০১৭Bess
-
টি এম আমান উল্লাহ ২৬/১০/২০১৭well
-
সুমন দাস। ২৬/১০/২০১৭বাঃ খুব সুন্দর
-
মুহাম্মাদ রাসেল উদ্দীন ২৫/১০/২০১৭বাহ চমৎকার
-
আজাদ আলী ২৫/১০/২০১৭Nice romantic poem dear poet.