নষ্টদের দখলে
নষ্টদের দখলে
-কামরুজ্জামান সাদ
আমি দেখলাম গণতন্ত্র মুখ খুবড়ে পড়ে গেলো।
নষ্টরা লুফে নিলো।
বিশ্রিভাবে লুফে নিলো।
এরপর থেকে সবকিছুর দখলদার নষ্টরা।
গণিকা কিংবা প্রেমিকা,
মজুর কিংবা হুজুর,
ছাত্র কিংবা পাত্র,
এ সবই নষ্টদের কবলে চলে গেছে।
পরীক্ষার প্রশ্নপত্র থেকে শুরু করে,
শিক্ষাব্যবস্থা,মাঠ,ঘাট,বিদ্যালয়ের সবুজ প্রাঙ্গন।
ধর্ষিতা নারী,আইন ব্যবস্থা,সংসদ সবকিছুর চালক এখন নষ্টরা।
চলো সবে জাতীয় নষ্ট দলে যোগ দেই।
যেখানে ভালোর চিহ্ন নেই,মন্দের বসবাস।
কবি ও কবিতারা নষ্টদের দখলে।
নষ্টরা মুক্তিযুদ্ধকে ব্যবহার করে,
নষ্টরা মুক্তিযুদ্ধকে ঘৃণা করে।
শিক্ষার্থীর স্বপ্ন,
শ্রমিকের ঘামে ভেজা উপার্জন,
রাজনৈতিকের নীতি,
এগুলো নষ্টরা লুফে নিয়েছে।
ভাল নেই কিছুই।
সবকিছু নষ্টদের দখলে চলে গেছে,
এগুলো ফিরে পাবো না।
-কামরুজ্জামান সাদ
আমি দেখলাম গণতন্ত্র মুখ খুবড়ে পড়ে গেলো।
নষ্টরা লুফে নিলো।
বিশ্রিভাবে লুফে নিলো।
এরপর থেকে সবকিছুর দখলদার নষ্টরা।
গণিকা কিংবা প্রেমিকা,
মজুর কিংবা হুজুর,
ছাত্র কিংবা পাত্র,
এ সবই নষ্টদের কবলে চলে গেছে।
পরীক্ষার প্রশ্নপত্র থেকে শুরু করে,
শিক্ষাব্যবস্থা,মাঠ,ঘাট,বিদ্যালয়ের সবুজ প্রাঙ্গন।
ধর্ষিতা নারী,আইন ব্যবস্থা,সংসদ সবকিছুর চালক এখন নষ্টরা।
চলো সবে জাতীয় নষ্ট দলে যোগ দেই।
যেখানে ভালোর চিহ্ন নেই,মন্দের বসবাস।
কবি ও কবিতারা নষ্টদের দখলে।
নষ্টরা মুক্তিযুদ্ধকে ব্যবহার করে,
নষ্টরা মুক্তিযুদ্ধকে ঘৃণা করে।
শিক্ষার্থীর স্বপ্ন,
শ্রমিকের ঘামে ভেজা উপার্জন,
রাজনৈতিকের নীতি,
এগুলো নষ্টরা লুফে নিয়েছে।
ভাল নেই কিছুই।
সবকিছু নষ্টদের দখলে চলে গেছে,
এগুলো ফিরে পাবো না।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সোলাইমান ২৬/১০/২০১৭সুন্দর ভাবনায় লেখা দারুন সুন্দর কবিতা। অনেক অনেক শুভকামনা রইল প্রিয় কবি।।
-
মধু মঙ্গল সিনহা ২৪/১০/২০১৭অনেক বেশি ভালো লাগল।
-
সুমন দাস। ২৪/১০/২০১৭ভালো লাগলো