ভয় পাই
মৃত্যুকে আমি ভয় পাই না।
অথচ ধানমণ্ডির বত্রিশ নম্বর বাড়িটাতে,
যে রক্তের ধারা বইছে তা দেখে শিহরিত হই।
আমার ভয়ের কোনো কারণ ছিলো না,
একাত্তরে রক্ত ঝরেছে,
এখনো ঝরছে,
কিন্তু এই রক্তের প্রতিটি কণাতে লেখা আছে,
বাংলাদেশের নাম।বাংলার নাম।,
আমি বাংলাদেশ লেখা রক্তটিকে ভয় পাই।
অথচ ধানমণ্ডির বত্রিশ নম্বর বাড়িটাতে,
যে রক্তের ধারা বইছে তা দেখে শিহরিত হই।
আমার ভয়ের কোনো কারণ ছিলো না,
একাত্তরে রক্ত ঝরেছে,
এখনো ঝরছে,
কিন্তু এই রক্তের প্রতিটি কণাতে লেখা আছে,
বাংলাদেশের নাম।বাংলার নাম।,
আমি বাংলাদেশ লেখা রক্তটিকে ভয় পাই।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সোলাইমান ২৭/১০/২০১৭এরকম অসাধারন লেখার সাথে দিন দিন আরো আরো বেশী পরিচিত হতে চাই প্রিয় কবি।
-
নাজিবুল হাসান মোল্লা ২১/১০/২০১৭সুন্দর।আমাদের সকলের এ বিষয়ে সচেতন হওয়া উচিত।আমরা কেউ আর রক্ত ঝরাতে চাইনা।
-
মধু মঙ্গল সিনহা ২০/১০/২০১৭আন্তরিক অভিবাদন জানাই।ধন্যবাদ।
-
আজাদ আলী ২০/১০/২০১৭সুন্দর ভাবনা। প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন অফুরান প্রিয় কবি।