জীবনবেলার শেষে
জীবনবেলার শেষে
// কামরুজ্জামান সাদ
জোৎস্নাবেলায় যদি ঘনমেঘ এসে জড়ো হয়,
ক্লান্তহীন প্রশ্নেরা উড়ে এসে কাছে বসে,
পথিকের পথচলা থেমে গিয়ে কোলাহলে মেশে,
মধ্যরাতে অজানা ছায়াগুলো পায় ভয়।
স্বপ্নের কপোতাক্ষ নদে থেমে থাকে না,
ছড়িয়ে পড়ে বঙ্গোপসাগরের জলরাশিতে,
বেদনারা লুকায় একটুখানি ফিকে হাসিতে,
যৌবন হারিয়ে বৈধব্যেও এসব টেকে না।
ভাল থাকার ভান করি।কাটে দিন হেসে।
নিজেকে দেখে আঁতকে উঠি জীবনবেলার শেষে।
কবিতার শিরোনাম : জীবনবেলার শেষে
// কামরুজ্জামান সাদ
নিজ বাসভবন,মহেশপুর,ঝিনাইদহ।
// কামরুজ্জামান সাদ
জোৎস্নাবেলায় যদি ঘনমেঘ এসে জড়ো হয়,
ক্লান্তহীন প্রশ্নেরা উড়ে এসে কাছে বসে,
পথিকের পথচলা থেমে গিয়ে কোলাহলে মেশে,
মধ্যরাতে অজানা ছায়াগুলো পায় ভয়।
স্বপ্নের কপোতাক্ষ নদে থেমে থাকে না,
ছড়িয়ে পড়ে বঙ্গোপসাগরের জলরাশিতে,
বেদনারা লুকায় একটুখানি ফিকে হাসিতে,
যৌবন হারিয়ে বৈধব্যেও এসব টেকে না।
ভাল থাকার ভান করি।কাটে দিন হেসে।
নিজেকে দেখে আঁতকে উঠি জীবনবেলার শেষে।
কবিতার শিরোনাম : জীবনবেলার শেষে
// কামরুজ্জামান সাদ
নিজ বাসভবন,মহেশপুর,ঝিনাইদহ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ০৮/১০/২০১৭স্মৃতিরোমন্থন!
-
শাহানাজ সুলতানা (শাহানাজ) ০৮/১০/২০১৭দারুণ প্রকাশ
-
মধু মঙ্গল সিনহা ০৮/১০/২০১৭সুন্দর প্রকাশ
-
মুক্তপুরুষ ০৭/১০/২০১৭অসাধারণ কবিতা
-
সাঁঝের তারা ০৭/১০/২০১৭খুব সুন্দর ...
-
মধু মঙ্গল সিনহা ০৭/১০/২০১৭শুভেচ্ছা প্রিয় কবি বন্ধুবর।
-
আজাদ আলী ০৭/১০/২০১৭Bes valo laglo kobike onek suveccha.