মরিচের ছড়া
মরিচগুলো ছোট্ট অতি
ভীষণরকম ঝাল তাতে,
খেতে গেলে একটা মরিচ
তুলে তুমি নাও পাতে।
একটুখানি চিবাও যদি
জ্বলে তোমার গাল তাতে।
-মরিচের ছড়া // কামরুজ্জামান সাদ
ভীষণরকম ঝাল তাতে,
খেতে গেলে একটা মরিচ
তুলে তুমি নাও পাতে।
একটুখানি চিবাও যদি
জ্বলে তোমার গাল তাতে।
-মরিচের ছড়া // কামরুজ্জামান সাদ
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Rabia Onti ১১/১০/২০১৭খুব সুন্দর ছড়া ।
-
সমির প্রামাণিক ০৭/১০/২০১৭বাহ! সুন্দর ছড়া। শুভেচ্ছা কবিকে।
-
সাঁঝের তারা ০৬/১০/২০১৭অতুলনীয় কল্পনা ও সুন্দর প্রকাশ ...
-
সাইয়িদ রফিকুল হক ০৬/১০/২০১৭আচ্ছা।
-
কে. পাল ০৬/১০/২০১৭Best valo
-
মধু মঙ্গল সিনহা ০৬/১০/২০১৭শুভেচ্ছা প্রিয় কবি বন্ধুবর।
-
আজাদ আলী ০৬/১০/২০১৭Amay khub jhal legeche. Sundar chara
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ০৬/১০/২০১৭ভালো।