জ্বলে জোনাকি
জোনাকিরা আলো দেয় নিশিথের অন্ধাকারে
নিভু নিভু চেরাগের কলেবরে গোপন অভিসারে
একদল জোনাকি থেকে থেকে ডানা ঝাপটায়
কখনো জ্বলে মৃদু ছন্দে বুনো গালিচায়।
সবাই যখন ঘুমিয়ে পড়ে ফুল বিছানার ফুলে
জোনাকি তখন ঘুরে বেড়ায় হাওয়ায় দুলে দুলে।
চাঁদটা যখন উঁকি দেয় দেবদারু সুপারির বিথীকায়
জোনাকির হলুদ আলোয় ছন কুঁড়েঘর ছেয়ে যায়।
কবিতার শিরোনাম : জ্বলে জোনাকি//কামরুজ্জামান সাদ
মহেশপুর , ঝিনাইদহ।
নিভু নিভু চেরাগের কলেবরে গোপন অভিসারে
একদল জোনাকি থেকে থেকে ডানা ঝাপটায়
কখনো জ্বলে মৃদু ছন্দে বুনো গালিচায়।
সবাই যখন ঘুমিয়ে পড়ে ফুল বিছানার ফুলে
জোনাকি তখন ঘুরে বেড়ায় হাওয়ায় দুলে দুলে।
চাঁদটা যখন উঁকি দেয় দেবদারু সুপারির বিথীকায়
জোনাকির হলুদ আলোয় ছন কুঁড়েঘর ছেয়ে যায়।
কবিতার শিরোনাম : জ্বলে জোনাকি//কামরুজ্জামান সাদ
মহেশপুর , ঝিনাইদহ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সমির প্রামাণিক ২৬/০৯/২০১৭জোনাকির মত কোমল- সুন্দর।
-
সাঁঝের তারা ২৬/০৯/২০১৭অপূর্ব - জোনাকির হলুদ আলো...
-
আজাদ আলী ২৬/০৯/২০১৭Khub valo legeche ........
-
আজাদ আলী ২৬/০৯/২০১৭Khub
-
আবু সাইদ লিপু ২৬/০৯/২০১৭ছনো?