আমি দুর্গা
আমি দুর্গা
-কামরুজ্জামান সাদ
আমি দুর্গা খেতে পারিনা
শরীর জড়াই মলিন বস্ত্রে
তোমাদের দুর্গা সেজে আছে
দশ হাত ভর্তি অস্ত্রে।
আমি দুর্গা খুব ভোরে উঠে
জীবন যুদ্ধে নামি
তোমাদের দুর্গা পূজনীয় বটে
উপহার দামি দামি।
আমি দুর্গা লাঞ্চনা পাই
ট্রেনে অথবা বাসে
তোমাদের দুর্গা শরৎ এলে
ছড়ায় শিউলি কাশে।
আমি দুর্গা অসুরের ভয়ে
হয়ে থাকি অসহায়
তোমাদের দুর্গা অসুর মেরে
বারে বারে পূজা পায়।
আমি দুর্গা লড়াই করি
বাঁচার আঁকুতি
তোমাদের দুর্গার আয়তচোখ
লক্ষ্মী সরস্বতী।
কবিতার শিরোনাম : আমার দুর্গা//কামরুজ্জামান সাদ
মহেশপুর,ঝিনাইদহ।
-কামরুজ্জামান সাদ
আমি দুর্গা খেতে পারিনা
শরীর জড়াই মলিন বস্ত্রে
তোমাদের দুর্গা সেজে আছে
দশ হাত ভর্তি অস্ত্রে।
আমি দুর্গা খুব ভোরে উঠে
জীবন যুদ্ধে নামি
তোমাদের দুর্গা পূজনীয় বটে
উপহার দামি দামি।
আমি দুর্গা লাঞ্চনা পাই
ট্রেনে অথবা বাসে
তোমাদের দুর্গা শরৎ এলে
ছড়ায় শিউলি কাশে।
আমি দুর্গা অসুরের ভয়ে
হয়ে থাকি অসহায়
তোমাদের দুর্গা অসুর মেরে
বারে বারে পূজা পায়।
আমি দুর্গা লড়াই করি
বাঁচার আঁকুতি
তোমাদের দুর্গার আয়তচোখ
লক্ষ্মী সরস্বতী।
কবিতার শিরোনাম : আমার দুর্গা//কামরুজ্জামান সাদ
মহেশপুর,ঝিনাইদহ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সমির প্রামাণিক ২৬/০৯/২০১৭দুটি দুর্গার দুই অবস্থা। শুভকামনা রইলো।
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ২৬/০৯/২০১৭দূর্গা > দুর্গা।
-
সাঁঝের তারা ২৫/০৯/২০১৭অতুলনীয়!!! দুই দূর্গার অনবদ্য চিত্রায়ণ! স্বার্থক কবিতা ...
-
মুক্তপুরুষ ২৫/০৯/২০১৭দারুণ কবি
-
আজাদ আলী ২৫/০৯/২০১৭Thanks