এভাবে তাকিয়ো না রোদসী
এভাবে তাকিয়ো না রোদসী
কৃষ্ণচূড়ায় ভেজা বিকালে
ঝিঁ ঝিঁ ডাকা সন্ধ্যায়
কিংবা তীব্র স্বচ্ছ পূর্ণিমায়।
তোমার চোখ দুটি হানা দেয়
হৃদয়ের বন্ধ দরোজাতে।
পাহাড়ি ঢলের মত নেমে এসে
লুট করে নেয়
নষ্ট দেহের নষ্ট হৃদয়।
এভাবে তাকিয়ো না রোদসী
আনন্দের রৌদ্রে
শান্ত মায়ায়
কিংবা দুঃখের ছায়ায়।
তোমার চোখ দুটি হানা দেয়
বিধ্বস্ত মনটাতে।
তপ্ত রোদে রাজপথে চলা
শ্লোগানের ন্যায়
বেদনার ভয় জড়ো হয়।
কৃষ্ণচূড়ায় ভেজা বিকালে
ঝিঁ ঝিঁ ডাকা সন্ধ্যায়
কিংবা তীব্র স্বচ্ছ পূর্ণিমায়।
তোমার চোখ দুটি হানা দেয়
হৃদয়ের বন্ধ দরোজাতে।
পাহাড়ি ঢলের মত নেমে এসে
লুট করে নেয়
নষ্ট দেহের নষ্ট হৃদয়।
এভাবে তাকিয়ো না রোদসী
আনন্দের রৌদ্রে
শান্ত মায়ায়
কিংবা দুঃখের ছায়ায়।
তোমার চোখ দুটি হানা দেয়
বিধ্বস্ত মনটাতে।
তপ্ত রোদে রাজপথে চলা
শ্লোগানের ন্যায়
বেদনার ভয় জড়ো হয়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আজাদ আলী ২২/০৯/২০১৭Beautiful
-
রুনা লায়লা ২০/০৯/২০১৭মুগ্ধ !
শুভেচ্ছা নিরন্তর। -
সাঁঝের তারা ২০/০৯/২০১৭অপূর্ব - শেষের তিন লাইন অনন্য...শুভেচ্ছা কবি ...
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ২০/০৯/২০১৭অ ন ব দ্য।
-
মোঃশাহীন আক্তার। ১৯/০৯/২০১৭কবির জয় হোক
-
সাইয়িদ রফিকুল হক ১৯/০৯/২০১৭ভালোলাগা রইলো।