বাংলা বিচিত্রা পর্ব ০২
প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ, দ্বাদশ, ত্রয়োদশ, চতুর্দশ, পঞ্চদশ, ষোড়শ ইত্যাদি হচ্ছে ক্রমবাচক শব্দ। ক্রমবাচক শব্দের সাথে 'তম' যোগ করা যাবে না।
ভুল : সে পরীক্ষায় দশমতম হয়েছে।
শুদ্ধ : সে পরীক্ষায় দশম হয়েছে।
ভুল : একাদশতম বার রক্ত দিলাম।
শুদ্ধ : একাদশ বার রক্ত দিলাম।
ভুল : তার দ্বিতীয়তম স্ত্রী মারা গেছেন।
শুদ্ধ : তার দ্বিতীয় স্ত্রী মারা গেছেন।
[আজাদ সাহেবের ক্লাস থেকে সংগৃহ করা হয়েছে]
ভুল : সে পরীক্ষায় দশমতম হয়েছে।
শুদ্ধ : সে পরীক্ষায় দশম হয়েছে।
ভুল : একাদশতম বার রক্ত দিলাম।
শুদ্ধ : একাদশ বার রক্ত দিলাম।
ভুল : তার দ্বিতীয়তম স্ত্রী মারা গেছেন।
শুদ্ধ : তার দ্বিতীয় স্ত্রী মারা গেছেন।
[আজাদ সাহেবের ক্লাস থেকে সংগৃহ করা হয়েছে]
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আজাদ আলী ২২/০৯/২০১৭Welcome
-
রুনা লায়লা ১৭/০৯/২০১৭নতুন ভাবনায় স্বাগতম !
শুভেচ্ছা সতত। -
মল্লিকা রায় ১৬/০৯/২০১৭এটা কি লিখেছেন । বৈয়াকরণ ?