বায়োমেট্রিকে প্রথম নিবন্ধিত হলেন রোহিঙ্গা নারী রুবিয়া
আনুষ্ঠানিকভাবে শুরু হলো মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীর বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন প্রক্রিয়া।নাম: রুবিয়া খাতুন। নারী। বয়স ৬০। বাবার নাম: নাগু। মায়ের নাম: সুফিয়া খাতুন। জন্মতারিখ: অজানা। জন্মস্থান: মিয়ানমার। দেশ: মিয়ানমার। জাতীয়তা: রোহিঙ্গা এমন সব তথ্য দিয়ে কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবিরে গতকাল সোমবার রাতে বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধিত হলেন রোহিঙ্গা নারী রুবিয়া খাতুন।সহিংসতার মুখে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সহিংসতার মুখে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের পরীক্ষামূলকভাবে বায়োমেট্রিক নিবন্ধন গতকাল শুরু হয়েছে। রাত পৌনে নয়টায় রুবিয়া প্রথম বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধিত হন।আজ মঙ্গলবার সকালে এই বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধিত হন।বায়োমেট্রিক নিবন্ধনের প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইদুর রহমান খান তারুণ্যকে বলেন, গতকাল পরীক্ষামূলকভাবে বায়োমেট্রিক নিবন্ধন শুরুর হওয়ার পর ২০ জন রোহিঙ্গার নিবন্ধন করা হয়।। এর মধ্যে আটজনকে আমরা পরিচয়পত্র তুলে দিয়েছি।’
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃশাহীন আক্তার। ২২/০৯/২০১৭সুন্দর খবর
-
অনির্বাণ সূর্যকান্ত ১৪/০৯/২০১৭এই ব্যাপারটার বড্ড দরকার ছিল । খুব ভালো হয়েছে এটা।
-
মোনালিসা ১২/০৯/২০১৭/
-
নীল আকাশ ১২/০৯/২০১৭প্রত্যেক রোহিঙ্গাদের বায়োমেট্রিক নিবন্ধন প্রয়োজন ।এটা খুবই ভালো উদ্যোগ ।